Book Title: Bang Bhashopadeshika Part 02
Author(s): Vadilal Dahyabhai
Publisher: Vividh Bhasha Shiksha Sahitya Mala

View full book text
Previous | Next

Page 128
________________ ( ২৩)। বৃদ্ধ কহিল-এ পাগলামি কেন তাের বাবা ? তুই যে আমার মায়ের ঠাইও কেড়েছিস, আমায় নিঃসহায় একেলা ফেলে কোথা যাবিয়ে তুই! ও ৪-এ (খ) খা (si) a2 t? (৪৪ন মন સ્થાન (જન્મ સ્થાન) થી પણ કાર્યો છે, અને સહાય વિના એકલો મુકી કયાં না-সে ফিরিবে না,-ফিরিতে পারিবে না তবে শার্পল যেমন তার অপূর্ণাঙ্গ শাবককে মুখে করিয়া দেশান্তরে চলিয়া যায়, সেও তেমনি অত্যমৃত সহজেই এই ভার বহন করিবে;- তাহাকে কাজ করিতেই হইবে, এমের বিনিময়েই সে খাদ্য গ্রহণ করিবে? এত দিন দ্বারে দ্বারে ফিরিয়া যে ব্যর্থ শ্ৰম করিতেছিল, তাহা বৃথায় না ফেলিয়া দরদীকে তার ভিক্ষাদানের মূল্য স্বরূপ দিবে। সে কয়লার খনিতে কাজ লইল। সারা দিনের অক্লান্ত চেষ্টায় যে কয়টি পয়সা পাইত, তাহাতেই স্বচ্ছন্দে তাহাদের দিন চলিয়া যাইত। નાતે ફરશે નહિ,-ફરી શકશે નહિ, તે પણ વાધ જેવી રીતે તેના -હાના બાળકને માત્રામાં લઈ બીજ પ્રદેશમાં ચાલ્યો જાય, તે પોતે પણ તેવી રીતે ઘણી સહેલાઈથી એ ભાર વહન કરશે;–તો પણ તેને કામ કરવું જ પડશે, મહેનતને બદલામાંજ તે ખાદ્ય (અનાદિ) ગ્રહણ કરશે. આટલા દિવસ બારણે બારણે (ઉંબરે ઉંબરે) ફરી જે ફોગટને શ્રમ કરતો હતો, તેને વ્યર્થ ન કરતાં દરદીને તેનાભિક્ષા દાનના મૂ૯ય સ્વરૂપ દેશે, તેણે કોયલાની ખાણમાં કામ લીધું. આખા દિવસનું ઉદ્વેગ રહિત ઉદ્યમે (તે) જે કેટલાક પૈસા પામત (মন) ৭ ২৭৩- ৭মানা বিএt fণী পnt. | প্রতি প্রভাতেই ফকিরের অয়তু বিস্ত কেশ রাশির মধ্যে শীর্ণ অঙ্গুলি গুলি সঞ্চালন করিতে করিতে, একটা দীর্ঘশ্বাসের সহিত সমস্ত মৌন আশীর্বাদ চালিয়া, পুত্রকে বিদায় দিয়া স্থবির বৃদ্ধ সারা দিন তার কুটিরের দ্বার খানিতে নীরবে বসিয়া থাকে। সন্ধ্যা যখন আকাশে তার Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat www.umaragyanbhandar.com

Loading...

Page Navigation
1 ... 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162