________________
( 38 ) মানিত। তরুণ অরুণের (সুনা] প্রথম কিরণ ও লহরীর মত সে যখন কোমল কচি [সান ইম] অধর পল্লবে [মা যখi] হাস্য সুধার তরঙ্গ তুলিয়া-বাবা [ধিন] বলিয়া ছুটিয়া আসিত (৪) সানী) তখন অহঙ্কারী উদ্ধত প্রকৃতি প্রাণকৃষ্ণ, শিশু বালকের দায় সে স্নেহের সংঘাতে [৪] আত্মহারা হইয়া (আলান মুস) পরাজয়ে সুখেরই স্পর্শ অনুভব করিত।
সে অনেক চেষ্টায় সনতােষ গুর নিবাসী গুরু প্রসনু বন্দ্যোপাধ্যায়ের পুত্র প্রভাত কুমারের সহিত উষার বিবাহ দিল (বিনা ১মt)। প্রভাত তখন কলিকাতায় মাত্রা বাসে (অust ও মা) থাকিয়া এম, এ, পড়িতেছে। প্রভাত চরিত্রবান্ (যা) যুবক। সে ধনীর সন্তান নয় সত্য, তথাপি আত্ম সম্মান-বােধ তাহার উন্নত চরিত্রকে আরও সমুজ্জ্বল করিয়া ছিল। সে ভিক্ষা বৃত্তিকে (২৮ দিন) ঘৃণার চক্ষে (২) দেখিত।
প্রভাতের পিতা মধ্যবিত্ত (মা) অবস্থার লােক। বিলাসিতার [a৷ সাম] সহিত তাহাদের বড় আলাপ পরিচয় ( ৪) নাই। কিন্তু পুত্র প্রভাতের বিদ্যা ও খ্যাতি, এই ধনীর সংসারের মধ্যে কুটুম্বি তার পথ অন্বেষণ করিয়া লইল। তাহা ভাল কি মা সরল প্রকৃতি নিরীহ গুরু প্রসনু, উষার নিষকলঙ্ক সুন্দর মুখখানি দেখিয়া বিচার করিতে বিস্মত হইল। পুত্রের ভবিষ্যৎকে এই ধনীর আত্মীয়তার সম্বন্ধ করিয়া দিল।
| তৃতীয় পরিচ্ছেদ। ' এম, এ, পরীক্ষা হইয়া গিয়াছে। প্রভাতের শ্যালক [a] প্রকাশ চন্দ্র এক শনিবারে জুড়ী চড়িয়া তাহার বাসায় আসিয়া থিয়েটার দেখিতে যাইবার জয় বিশেষ অনুরােধ (সা) করিল। প্রভাত শরীর ভাল নয়। বলিয়া কাটাইতে চেষ্টা পাইল। কারণ প্রকাশের চরিত্র ভাল নয় তাহার সহিত থিয়েটারে গিয়া প্রভাতকে একবার বড় বিড়ম্বিত হইতে হইয়া। ছিল। প্রকাশ ও তাহার দুইবন্ধ, সে রাত্রিতে মদ (3) খাইয়া অত্যন্ত অ. ভদ্রতা করিয়াছিল। লেখা পড়া না খিখিলে ধনীর সন্তানের যে সমস্ত দোষ
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat