Book Title: Bang Bhashopadeshika Part 02
Author(s): Vadilal Dahyabhai
Publisher: Vividh Bhasha Shiksha Sahitya Mala

View full book text
Previous | Next

Page 143
________________ ( ৫৪২ ) বেচারী গুরু পুসনের সে যাত্রা পুত্র বধুর [পd অনা] মুখ দর্শন অদৃষ্টে ঘটিল না। বহু কষ্টে একজন ঝিযের নিকট [২] আমথ] বধুর কুশল সংবাদ সংগ্রহ করিল । ধনবান্ বৈবাহিকের দুয়ার [৪২] হইতে হতাশ-হৃদয়ে [নে২২-৫৫] ভগ্ন মনােরথে সরল প্রকৃতি গুরু পসন্ন দেশে ফিরিয়া আসিল। ভগ্নী (সন) আসিয়া উল্লাসে আহলাদে কলিকাতা পত্যাগত (প আ৭) ভ্রাতাকে জিজ্ঞাসা করিল। | দাদা! (সা) বৌমা (৭৭৫২৭২২) কেমন আছে ? কবে আবার দিন স্থির করে এল (১uই এখন। ৫৪ নিখ ৪২ লাখ)। | গুরু পসন্ন সে কথার কোন উত্তর খুঁজিয়া পাইল না (সাৎ a৪৯ ন)। সত্যবাদী ব্রাহ্মণ প্রাণ থাকিতে মিথ্যা বলিতে জানেনা; সুত তার মৰ্ম্মস্থান ভেদ করিয়া নয়নে অশ্রু দেখা দিল। সে ভগ্নীর মুখের পুতি নির্বাক হইয়া চাহিয়া হহিল ( ২৪২)। | কি বৌ মা ভাল নেই (নর্থ) ? কোন অসুখ বিসুখ করেছে (করিয়াছে বৌমার বাপ মা ভাল আছে ত দাদা ? শুনলাম তারা ‘তাহার ভাল আছে। শুনলে কি বলছ (বলিতেছ) দাদা ? (airs', 'সা। বল দেখে এলুম (আসিলাম)। | একজন ঝিয়ের মুখে খপর (সঃ) নিয়ে এসেছি (আসিয়াছি) (৪৪ সা। ৪), তাদের বাড়ী ঢুকতে পাই না (৭ ১২৭৷ মখ যা নও) প্রকাশের সঙ্গে দেখা হলাে (হইল) সে-ও. আমাকে চিনতে পারলে না ( ২৪। নও)-দরােয়ান গুলো (২৭ন। প্রখ্যাত সাপ)। পাশের ( মনা) ঘরে পভাত পড়িতে ছিল। সে পিতার শেষ কয়েকটি কথা শুনিতে পাইয়া গৃহের বাহিরে আসিল। পকাশকে দেখিয়। বৃদ্ধ যেন একটু ইতস্ততঃ করিল (৭র ২৭ না)-পাছে পুত্র এ সকল কথা শুনিয়া বেদনা পায়। বাল, কাজটা বােধ হয় ভাল হয় নাই। দোষ সম্পূর্ণ আমার। কেন Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat www.umaragyanbhandar.com

Loading...

Page Navigation
1 ... 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162