Book Title: Bang Bhashopadeshika Part 02
Author(s): Vadilal Dahyabhai
Publisher: Vividh Bhasha Shiksha Sahitya Mala

View full book text
Previous | Next

Page 147
________________ ( ৮ ) বৈবাহিক মহাশয়, আমার সকল দোষ ক্ষমা করুন। পভাতের হস্ত ধারণ করিয়া (২৪ ২৫ কহিল, “বাবা প ভাত কিছু মনে করো না কর না তা িযাই করি তােমার শশুর (ও' ৮ ৮ ১ - ৭। ০৭। ন। • : ২ - ২: ৪,-";" t৪), আজ এখনি তোমাকে যেতে হবে : ২। ' ২৭ (২০ ও ২১ ?)। সব ভুলে যাও (সও সুখী ল) সে আর কিছু বলিতে পারিবে না। পভাতের নয়ন ছল ছল করিয়া আলি (4:11f ), সে শ্বশুরকে প্রণাম করিয়া পদ ধুলি (৭ ২৮) গ্রহণ করিল। | পাণকৃষ্ণ ব': আজ আপনি গরীব বৈবাহিকের গৃহে অতিথি ও অ:গন্তুকন: ১ ৭.।। কিন্তু এ অবস্থায় আপনার কোন সম্মান পদশন করতে পারিলাম না, ইহাতে বড়ই মর্মাহত হইতে হইল। | ত শ! '৭ি রুন যেন শ খ্র উষা ও পতিকে নিয়ে এসে (আসিয়া) তনার আতিথে। নিজকে সৌভাশালী মনে করিতে পারি। কঙ্কা-জামাত লইয়া, বহুদিনের পর (এ। ৫ণ সঙ) প্রাণ কৃষ্ণ বৈবাহিকর গুহে আসিয়াছে। দী, অহঙ্কারী উদ্ধত পুকৃতি পাণকৃষ্ণ সেই দিন হইতে (২৮) শান্ত, শিষ্ট ও ভদ্র হইয়াছে। | এই পরিবর্তনের জন্তু পাণ কৃষ্ণ তার প্রাণাধিক কৰা উষার নিকট সম্প, ঋণী। স্নেহের নিকট পরাজয় স্বীকার করিয়া যে সুখ সম্মান ও গৌরব লাভ হয় তাহা বুঝি শত রাজ্য জয়ের ভিতবেও নাই; পাণ কৃষ্ণ তাহা বুঝিয়াছে। তাই সে আজ সুখী, তাই আজ সে পল্লীবাসী দরিদ্র বৈবাহিকের গৃহে শান্তি ও সুখের অন্বেষণে নিজের নিমন্ত্রণ নিজই করিয়াছে। ২প!. Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat www.umaragyanbhandar.com

Loading...

Page Navigation
1 ... 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162