Book Title: Bang Bhashopadeshika Part 02
Author(s): Vadilal Dahyabhai
Publisher: Vividh Bhasha Shiksha Sahitya Mala

View full book text
Previous | Next

Page 146
________________ | ( ২ ) খ) ভাত আসে নাই (সমান)। তখন পাণ কৃষ্ণ অস্থির হইয়া পলি। জুতার শব্দ শুনিলে (লন। এ-সব না) প্রাণ কৃষ্ণ জামাতার আশায় ছুটিয়া (এমখ ৮) বাহিরে আসে (সা),পরক্ষণেই (প। নরহতাশ হয়ে রুগ্ন। তনয়ার (0 সা: ) শয্যায় গিয়া বসিয়া পড়ে। উষা এই সময় নিমীলিত নেত্র (3,খঃ ১াস) । পিতার ও মা তার মুখের দিকে তাকাইয়া থাকে (ন: ২)।সে দৃষ্টি পুণ. কৃষ্ণের হৃদয়ের অন্তঃস্থলে গিয় আঘাত করে। উষা নিষকল দৃষ্টিতে তখনই নয়ন মুদিত করে (সাথী ২)। পিঞ্জর বদ্ধ ব্যাঘ্রের মত পণ কৃষ্ণ গৃহের মধ্যে দুঃখে ক্রোধে অভিমানে অনেক বার পদ চারণ করিল(પિ જરામાં બાધેલ વાધની જેમ પ્રાણુ કુષ્ણુ ધર્મમાં દુખે દેધે અભિમાને এ সব পথ ও ৫ম ।১)-শেষে এক বার কি ভাবিয়া মুহুৰ্ত্তর তরে নিস্তব্ধ হইয়া দাড়াইল-(সন ১৯৪ ৭২ ৰ বিৰ৷ ৫২ মাখর খওপ৷ •)। ঘড়ির দিকে চাহিল (all" এই ) বলিল, এখনই সন্তোষপুর যাইৰ গাড় র সময় আছে। আমি চলুম (চলিলাম), কাল পাতে '0) প্রভাতকে নিয়া আসিব (a৭ )। আমি না গেলে সে অভিমানে আসিব না। সেই রাত্রিতে প্রাণ কৃষ্ণ গৃহ ত্যাগ করিল (৭ ৯ ও ৪২ ন )। তার হৃদয়ের ভিতর তুমুল ঝড় ‘শাখা- ন) বহিতে লাগিল। নবম পরিচ্ছেদ। পুত মনের সহিত আজ তুমূল সংগম (থা ৪৫) করিয়া পরাজিত হইয়াছে। মনুষ্যত্ব বিসর্জন নিয়া (৩৬:৫৭ ৬া! সে কেমন করিয়া এখনাে স্থির হইয়া বসিয়াছে ? ভাবিতে তার নয়ন ফাটিয়া অশ্রু গড়াইয়া পলি। এমন সময় বাহির বাটী হইতে তার পিতা ডাকিল, “প ভাত তোমার শ্বশুর এসেছেন [আসিয়াছেন]. এদিকে এসে '-তৃতাকে তামাক দিতে (৭ম সং4) আদেশ হইল। ভূত' তাছাত ড়ি হস্ত পদ ধৌত করিবার (oথ স এব মাঠ) জল রাখিয়া তামাক আনিয়া হাসির করিল। Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat www.umaragyanbhandar.com

Loading...

Page Navigation
1 ... 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162