________________
( 3 ) পর্যন্ত জামাতার কোন সংবাদ (৪ খ ১৪২ সপ২) রাখে নাই মনে মনে ভাবিলে-কোথায় যাইবে () ? তাহাকে’ত কিছু করিতে হইবে। তখন নিজেই আসিয়া উপস্থিত (ও।গ২) হইবে। তাকে কলিকাতায় কে চেনে [ মাএস ], অমন পাস করা ছেলে ঢের আছে [মআ আ ই ঈ ম। ৪াখ ]। অর্থই সব ব্যবসায়ের মুল [ধনগ অধ। আ২৪ মান ২২৪] সেই অর্থের অনাটন অভাব) যখন সকল দিক্ হইতে তাকে [তাহাকে আচ্ছন্ন করিয়া তুলিবে (নন ) তখন দেখিব তার (তাহার) গর্বিত জ্ঞানে কত টুকু (২৪)আত্মসম্মান। ভাবিতে ভাবিতে সে অধরের উপর অধর চাপিয়া ধরিল ও দতে দন্ত পিশিয়া ( ৫id Aী) বলিল, কে তােকে (তােমাকে চায়, কে তােমরি বংশ মর্যাদা দেখিয়া তােকে কন্যা প্রদান করিয়াছিল! যাহা করিয়াছি শুধু তাের বিদ্যা দেখিয়া, তুই কিনা (3ণ ন) সেই তিনটা (পg-va) পাশ করা বিদ্যা লইয়া অহঙ্কারে মাটিতে পা ফেলিলি না (মামা এস ইমান]। আমাকে তুচ্ছ মনে করিলি [২২]। ভাবিলি আমি তােকে অনুনয় করিয়া (মনা) ডাকিয়া আনিব [a eণী], সে চিনতা (নন-বেখা) পভাত ? তাের স্বপ্ন ? পাণ কৃষ্ণের জীবিত থাকিতে, তাহা হইবে না। এমন সময় উষার মা আসিয়া বলিল, প্রভাতের কোন খবর পেলে কি (এস আ-আ ) ?
| আজ আফিসে (৫ম) এক খানা চিঠি পেয়েছি [পাইয়াছি]। সে ভাল আছে; এখন যাও-বড় মাথা ধরেছে (আয়ু ৫৬৪)-বাহিরে যাব।
কি লিখেছে ( ) ? বেশী কিছু নয় শুধু ভাল আছে। কবে [] আসবে তা কিছু বলে নাই ? তােমাদের প্রয়ােজন হয়, পায়ে ধরে খি খl-vজ ] আনতে (আনিতে) পার-তার আমার বিশেষ দরকার নাই। তাই ও সব কথা কিছু লেখে নাই (থ ম স খান গ২t* এ নখ)। আর বকিওনা (8ী নও) বড় মাথা ধরেছে-পাণ কৃষ্ণ
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat