________________
দীন ভাবে করজোড়ে সেই স্ত্রী লােককে বলিলাম আপনি যেই হউন,আর আমায় সন্দেহে রাখিবে না। বলুন আমার প্রিয়তমার কোন অনিষ্ট ঘটিমাছে কি না।
હું હવે સહી શકો નહિ, તેજ વખતે તે ઘરની જમીનમાં બેસી દીન ભાવે હાથ જોડી તે સ્ત્રીને બે, આપ જે કાઈ હો. હવે મને સંદેહમાં રાખશો નહિ; કહે મહારી પ્રિયતમાનું કાંઈ અનિષ્ટ [અશુભ] થયું છે કે નહિ.
বিবি, এই হৃদয়ের শােণিত আপনাকে এখনই দিতেছি, আপনি ইহা লইয়া সাহাজাদীকে উপহার দিন। সে নির্দোষ অবলার যেন কোন অনিষ্ট হয়।
બિબિ, આ હદયનું લેહી આપને અત્યારે જ દઇ દઉં છું, આપ એ ]િ લઇ શાહજાદીને ઉપહાર છે. તે નિર્દોષ અબલાનું જેથી કાંઈ અશુભ ન થાય.
পাছে পুলিসের উপদ্রব ঘটে এই জয় অধিক আড়ম্বর না করিয়া জমিদারের চারি জন ব্রাহ্মণ কর্মচারী অনতিবিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল।
પાછળ પોલીસને ઉપદ્રવ થાય એટલા માટે ઘણે આડંબર ન કરનાં જમીનદારના ચાર જણ બ્રાહ્મણ નકર જલ્દી મડદું બાળવા લઈ ગયા.
অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, “ভাইরে এক ছিলিম তামাকের যােগাড় থাকিলে বড় সুবিধা হইত। তাড়াতাড়ি কিছুই আনা হয় নাই।
ઘણા વખત ચુપ કરી રહીને એક જણ બોલ્યો “ભાઈ હે ? એક ચલમ તમાકુનો ઉપાય જોિગવાઈ] થતાં ઘણું ઠીક થતું; ઉતાવળે કાંઈ પણ લહાણું
6. | প্রায় ক্রোশ দেড়েক পথ গিয়া দেখিল তাহার অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে। তাহারা বাস্তবিকেই তামাক খাইতে গিয়াছিল, কাঠের কোন খবর জানে না, তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে—অনতি বিলম্বে রওনা হইবে। তখন বিধু ও বনমালী
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat