________________
প্রভাব দেশ-কালের সীমাকে অতিক্রম করে যায়। তারা একটা বিশেষ সময়ে বিশেষ জায়গায় জন্মগ্রহণ করেও সকল দেশের সকল কালের। যেমন ভগবান ঋষভ, পাশ্ব, কি মহাবীর। মহাবীর কবে ক্ষত্রিয়কুণ্ডপুরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার বাণী তার জীবন আজো আমাদের আলাে দেয়, অন্ধকারে পথ দেখায়। এদের আমরা তীর্থঙ্কর বলি। তীর্থঙ্কর এই কারণেই যে তাঁদের জীবিত কালে সচল তীর্থ হয়েও তারা পরবর্তীকালের জন্য যেমন সাধুসাধ্বী ও শ্রাবক-শ্রাবিকার সঙ্ঘ-রূপ জঙ্গমতীর্থের প্রতিষ্ঠা করেন, তেমনি তাদের চ্যবন (গর্ভ প্রবেশ), জন্ম, দীক্ষা, কৈবল্য ও নির্বাণহাম আমাদের কাছে স্থাবর তীর্থে পরিণত হয়। পরিণত হয় কারণ সেখানে গেলে তাদের উপদিষ্ট বাক্যের আমাদের মধ্যে উদ্দীপন হয়। এই উদ্দীপনায় আমরা নিজের সঙ্কীর্ণ সীমাকেই অতিক্রম করে যাই। ও জৈন শাস্ত্রে চব্বিশজন তীর্থঙ্করের কথা আছে। এই চব্বিশজন তীর্থঙ্করের চ্যবন, দীক্ষা, কৈবল্য ও নির্বাণভূমি জৈনদের কাছে তাই কল্যাণ-তীর্থ রূপে পরিগণিত। এই কল্যাণ-তীর্থের সংখ্যাই অসংখ্য। তার ওপর যদি তাদের বিচরণ-ভূমির তালিকা সেই সঙ্গে যােগ করা হয় তবে সে সব তীর্থের সীমাখ্যা থাকে
। তারপর পরবর্তীকালে যেখানে যেখানে মন্দির উঠেছে, কি চৈত্য, সাধু-সাধ্বীদের জন্য গুম্ফা নির্মিত হয়েছে, কি শিক্ষাদানের জন্য শিলালেখ, সেও সহস্র মানুষের ভাবনায়, ভক্তিতে ও শ্রদ্ধায়। আজ তীর্থ হয়ে উঠেছে। সে অর্থে কোথায় জৈন তীর্থ নেই? এই গােটা ভারতবর্ষটাই একটা তীর্থ। তাই সমস্ত জৈন তীর্থের • পরিচয় এই ছােট্ট পরিসরে দেওয়া সম্ভব নয়, এবং সে চেষ্টাও আমরা করব না। আমরা এখানে সাতটি জৈন তীর্থের কথা বলব— যাদের নিজেদের এক একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথম
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org