Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 51
________________ আরােহণ করেন। যৌবরাজ্যে থাকা কালীনই তিনি লিখন-বিদ্যায়, গণিতে, স্মৃতিশাস্ত্রে ও অর্থ-বিদ্যায় প্রৌঢ়ত্ব লাভ করেন। রাজত্বের দ্বিতীয় বছরে তার সৈন্যবাহিনী দাক্ষিণাত্যের কৃষ্ণানদী অতিক্রম করে। চতুর্থ বছরে রাঠিক ৪ ভােজকদের তিনি পরাস্ত করেন। অষ্টম বছরে গোরথগিরির যুদ্ধে মগধবাহিনী তঁার হস্তে পরাজিত হয়। দশম ও একাদশ বছরেও তিনি মগধের ওপর আক্রমণ চালান ও প্রভূত বিত্ত আহরণ করেন। ত্রয়ােদশ বছরে তিনি পাণ্ড্যরাজকে পরাস্ত করেন। ঐ বছরই তিনি উদয়গিরিতে জৈন শ্ৰমণদের বাসের জন্য গুম্ফা ও গুম্ফা-মন্দির নির্মাণ করান। ত্রয়োদশ বছর হতেই জিন-সম্রাট রাজ-চক্রবর্তী খারবেল ধর্ম কর্মে বিশেষভাবে মন দেন ও জৈন আগমাদি অধ্যয়ন করতে শুরু করেন। শুধু তাই। নয়, বৌদ্ধ সংহিতির মতাে জৈন সাধুসঙ্ঘকে একত্রিত করে তিনি ‘অঙ্গসতিকং তুরিয়ং’ অর্থাৎ একাদশ অঙ্গ সঙ্কলিত করান। খারবেলমহিষীও আবার নিগ্রন্থ ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তঁার নিবাসের জন্য খারবেল উদয়গিরিতে একটী অট্টালিকাও নির্মাণ করান। খারবেল তার রাজত্বের ত্রয়ােদশ বছরের পরেও যে দীর্ঘকাল জীবিত ছিলেন তা স্বর্গপুরীর শিলালেখ হতেই জানা যায়। এই শিলালেখটি খারবেল-পত্নী অগ্রম।হষী কতৃক উৎকীর্ণ উদয়গিরি-খণ্ডগিরি ভুবনেশ্বর হতে ৭ মাইল দূরে একটী সঙ্কীর্ণ গিরিসঙ্কট দিয়ে পরস্পর হতে বিচ্ছিন্ন। এই গিরিসঙ্কটের ভেতর দিয়ে কটক রােডটি বিস্তৃত। তাই ভুবনেশ্বর হতে গাড়ীতে বা ষ্টেশন-ওয়াগনে সহজেই এখানে আসা যায়। তবে এ কথা না বলে উপায় নেই যে গুম্ফাগুলাে খুব সুরক্ষিত নয় এবং ভালাে পথ থাকায় পাহাড়ে ওঠাও কষ্টকর। উদয়গিরির গুম্ফাগুলো কোনো একটী বিশেষ জায়গায় ৪২ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74