Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 50
________________ জগন্নাথ, চক্ৰমণ্ডলে একা বনে লিঙ্গরাজ, গদামণ্ডলে বৈতরণী তীরে যাজপুর—প্রধান শক্তি-পীঠ ও পদ্মমণ্ডলে চন্দ্রভাগা তীরে কোণারক—অর্কক্ষেত্র। তাই উদয়গিরি-খণ্ডগিরির পবিত্রতার সীমা নেই। উদয়গিরি ও খণ্ডগিরির সঙ্গে জৈন শাসনের সম্পর্ক অনেক কালের। খৃঃ পূঃ ২য় বা ১ম শতকের কথা নয় তারাে অনেক আগে মহাবীরের সময়েই কলিঙ্গাধীশ জীরি এই উদয়গিরিতেই কঠোর তপস্যা করে অহঁতত্ব লাভ করেন। তিনি মহাবীরের পিতৃস্বসাকে বিবাহ করেছিলেন ও সেই সূত্রে মহাবীরের প্রভাবে এসে জৈন ধর্মে দীক্ষিত হন। উদয়গিরির তখনকার নাম ছিল কুমারীগিরি। কুমারীগিরিতে ভগবান মহাবীরেরও পদপাত হয়েছিল। কলিঙ্গদেশস্থ ৫০০ জন সাধু এই উদয়গিরিতেই তপস্যা করে নির্বাণ লাভ করেছিলেন। তবে ঐতিহাসিক ভাবে উদয়গিরি ও খণ্ডগিরির যে গৌরবের ইতিহাস তা খৃঃ পূঃ ২য় ও ১ম শতকের। চেতবংশের খারবেল সেই সময় কলিঙ্গের সিংহাসনে অধিরূঢ় ছিলেন। তাঁর রাজধানী ছিল উদয়গিরির নিকটবর্তী শিশুপালগড়। তিনি যেমন পরাক্রমশালী ছিলেন তেমনি পরম ধার্মিক। জৈন ধর্মের প্রতি তার গভীর অনুরাগ ছিল। হস্তী গুম্ফার শিলালেখ হতে জানা যায় যে তাঁর রাজত্বের এয়ােদশ বছরে তিনি মগধের শাসনকর্তা ভাসতিমিতকে পরাজিত করে নন্দ রাজারা কলিঙ্গ হতে যে জিন মূর্তি নিয়ে গিয়েছিলেন সেটি পুনরুদ্ধার করে পুনরায় কলিঙ্গে ফিরিয়ে আনেন। এই শিলালেখটি তাঁর রাজত্বের চতুর্দশ বছরে উৎকীর্ণ হয়েছিল। এই শিলালেখ হতে আরাে তঁার রাজত্বের তের বছরের ঘটনা বিশেষভাবে জানা যায়। পনের বছর বয়সে খারবেল যৌবরাজ্যে অভিষিক্ত হন ও তার নয় বছর পরে কলিঙ্গের সিংহাসনে ৪১ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74