Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 71
________________ র্যায় যে শা-জাহানের সময় ১৬৪৯ খৃষ্টাব্দে খরতরগচ্ছের একজন আচার্য জীনরাজ সূরীর সময় এই মন্দিরটির জীর্ণোদ্ধার করা হয়। এ দু’টী মন্দির ছাড়াও এখানে আরো কয়েকটি মন্দির আছে। এ ছাড়া যাত্রীনিবাস ঔ ধর্ম শালা যে কত—বহুসংখ্যক যাত্রীদের এক সঙ্গে এখানে থাকবার কথা মনে করেই সেগুলি নির্মিত হয়েছে। রাজগীর নালন্দা কি গয়ায় অনেকেই এসে থাকেন। সেখানে এলে পাওয়াতেও অবশ্যই আসবার । গয়া হতে নাবাদা হয়ে এখানে বাস আসে। রাজগীরের পথে বিহার লাইট রেলওয়ের বিহার-সরিফ ষ্টেশন হতেও এখানে আসা যায়। বর্তমানে পাওয়ায় বড় লাইন নিয়ে আসবার একটী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কিন্তু সে যা হোক, বিহার-সরিফ হতে পাওয়ার দূরত্ব কিছুই নয়। মাত্র ৯ মাইল। গাড়ী ও টাঙ্গা সর্বদাই পাওয়া যায় ৷ জল-মন্দিরটি একবার দেখলেই দেখা হয় না। বার বার দেখতে ইচ্ছে করে। দূরের মাঠ, ইতস্ততঃ ছড়ান যূথভ্রষ্ট তালগাছ ও দিগন্তরেখায় রাজগীরের নীল পর্বতশ্রেণী মনকে কি এক অনাস্বাদিত ভাবে পূর্ণ করে দেয় ৷ তখন কেমন যেন আপনা হতেই হারিয়ে যায় চেনা-অচেনার সীমারেখা । মন কেমন যেন আবিষ্ট হয়ে যায় ৷ তখন সেই মহাজীবনের কথা মনে করে চোখে জল ভরে আসে আর কবির ভাষায় বলতে ইচ্ছে করে Jain Education International হে মহাজীবন, তোমার চরণ লইনু শরণ, লইনু শরণ । For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 69 70 71 72 73 74