Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 53
________________ এক হিসেবে রাণী গুম্ফার এটি সংক্ষিপ্ত সংস্করণ। এখানে একটী কক্ষে প্রাচীরের গায়ে গণেশের একটা প্রমাণাকার মূর্তি রয়েছে। এই গণেশ মূর্তির জন্যই গুম্ফাটির নাম গণেশ গুম্ফা । জয়-বিজয় দ্বিতল গুম্ফা। খৃঃ পূঃ ২য় বা ১ম শতকে নির্মিত। প্রতি তলায় দুটো করে চারটি চতুষ্কোণ প্রকোষ্ঠ ও একটী করে অলিন্দ । অলিন্দের তিন দিকে অনুচ্চ দীর্ঘ আসন। দ্বিতলের অলিন্দের দুই দিকে দ্বারপালরূপে একজন পুরুষ ও একজন নারী। প্রতিটি প্রকোষ্ঠে প্রবেশের পথ অর্ধচন্দ্রাকৃতি খিলানের আকারে রচিত । বৈকুণ্ঠ গুম্ফাও দ্বিতল গুম্ফা। রাণী গুম্ফা ও গণেশ গুম্ফার মতোই এখানকার ভেতরের অলঙ্করণ । হাতী গুম্ফ৷ অগভীর প্রাকৃতিক গুম্ফা। এই গুম্ফাটি খারবেলের শিলালেখটির জন্য বিখ্যাত । এ ক'টি প্রধান গুম্ফা ছাড়াও এখানে আরো অনেক গুম্ফা আছে। তাদের মধ্যে অলকাপুরী, মঞ্চপুরী, পরনারী, সর্প, ব্যাঘ্র প্রভৃতি গুম্ফার নাম উল্লেখযোগ্য। সৰ্প গুম্ফার প্রবেশ পথের ওপরে সপ মূর্তি উৎকীর্ণ । গুম্ফাটি এতো সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। ব্যাঘ্র গুম্ফাটি বাঘের ব্যাকৃত সুখের অনুরূপ ৷ উদয়গিরির গায়েই পথের ওপর দিকে খণ্ডগিরি। এই খণ্ডগিরির শিখরে প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের প্রকাণ্ড মন্দির। মন্দিরটি পরবর্তী কালের । কটকের রাজা মুঞ্জ চৌধুরী এই মন্দির নির্মাণ করান। মন্দিরের পাশে আকাশ-গঙ্গা নামে একটী জলের কুণ্ড আছে । খণ্ডগিরির খাড়াই পথে ৫০ ফিট মতো ওপরে এসে ডান দিকে যে পথ গেছে সেই পথের ওপরই অনন্ত গুম্ফা। গুম্ফাটি খৃঃ পূঃ 88 Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74