Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 20
________________ এখানে সব মন্দিরেই এই চরণ-চিহ্ন। এক অধিত্যকার জল-মন্দির ছাড়া । সেখানে তীর্থঙ্করদের পাথরের মূর্তি রয়েছে। যে পথ দিয়ে ওপরে উঠেছিলেন, সেই পথ দিয়েই নেমে আসুন । ডাকবাংলোয় খানিক বিশ্রাম নিন্ । তারপর রোদ পড়লে মধুবনের পথ ধরুন। উৎরাই বলে নেমে আসবেন একটু তাড়াতাড়িই ৷ মধুবনের কাছাকাছি আসতে পাবেন জলের ঝরণা আর বিশ্রাম ঘর। কিন্তু বিশ্রাম নেবার দরকারই হবে না—মধুবন আর দূরে নেই। তাছাড়া ততক্ষণে হয়ত নামতেও শুরু করেছে সবখানে সন্ধ্যার এক অন্ধকার । আকাশে ফুটতে আরম্ভ করেছে দু'টী একটী তারা। মধুবনেও হয়ত আলো জ্বলেছে। মনে পা দুটো সমস্ত দিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়েছে, কিন্তু মন ? সন্ধ্যা-তারার সেই প্রশান্তি, যে প্রশান্তি সবখানে আপনি খুঁজে বেড়ান অথচ কোথাও যা পান না । Jain Education International For Personal & Private Use Only 13 www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74