________________
তুলনায় আদিশ্বরের মন্দিরের পরিকল্পনা সরল। তবে এর স্থাপত্যরীতি অলঙ্কারধর্মী।
কিন্তু ‘এহ বাহ্য' । কারণ শিল্পরীতির বিচারে আবুর মন্দিরের সঙ্গে শত্রুঞ্জয়ের কোনো একটী মন্দিরের কোনো তুলনাই হয় না। কিন্তু সমস্ত মন্দিরের সামূহিক সৌন্দর্যে ও পরিকল্পনার বিরাটত্বে বোধ হয় শত্রুঞ্জয়ের জুড়ি পাওয়াও ভার ৷ দুধে ধোয়া স্বপ্নপুরীর কথা নিতান্ত অসার্থক নয় । কারণ এখানে শ্বেতপাথরেরই মেঝে, শ্বেতপাথরেরি থাম, শ্বেতপাথরেরি কক্ষ, শ্বেতপাথরেরি মূর্তি। কক্ষে কক্ষে ভ্রমণ করতে করতে তাই মনে হয় এসব যেন সত্য নয়, এ যেন সেই রূপকথার রোমান্স, নয়ত আমি দিবা-স্বপ্ন দেখছি। আর সেই অনুভূতি? যে দিকেই চাওয়া যাক না কেন সেই দিকেই চোখে পড়বে হাজার হাজার কক্ষে পদ্মাসনে বসা হাজার হাজার তীর্থঙ্করের প্রতিমূর্তি। কি আয়ত, কি উজ্জ্বল তাঁদের চোখ । চোখ ত নয় যেন একটা দাহহীন দীপ্তি । সেই দীপ্তি এই দেহের আবরণ ভেদ করে যেন শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। তখন অনাস্বাদিত এক ভাব মনের মধ্যে উদিত হবে । সেই এক অনুভূতির অপূর্বতা ।
Jain Education International
For Personal & Private Use Only
২৫
www.jainelibrary.org