________________
তার ধুনী বর্তমান। এখানে একটি শিলার তল দিয়ে শুয়ে বেরিয়ে আসতে হয়। এই শিলাকে যােগী শিলা বলা হয়।
গোরক্ষ শিখর হতে ৬৭০টি সিড়ি নেমে ৮০০টি সিড়ি উঠলে দত্ত শিখর। দত্ত শিখর গুরু দত্তাত্রেয়ের তপঃস্থান। গুপ্তভাবে হলেও এখানে তার নিত্য-সান্নিধ্য। জৈনদের কাছেও দত্ত শিখর আবার পবিত্র। কারণ এইখানেই নেমি নির্বাণ লাভ করেছিলেন বলে বলা হয়। ভিন্ন মতে তার নির্বাণ-স্থান অরিষ্টনেমি শিখর। গােরক্ষ শিখর হতে নেমে দত্ত শিখরে উঠবার আগে অরিষ্টনেমি শিখরে উঠতে হয়। এখানে অরিষ্টনেমির কালো পাথরের একটী মূর্তি আছে।
জৈন যাত্রীরা সাধারণতঃ এইখান হতেই প্রত্যাবর্তন করেন। তারপর গােরক্ষ শিখর, সাতপুড় হয়ে সহস্রাবনের দিকে নেমে
যান।
গিরনারের পবিত্রতার কথা এক মুখে বলে শেষ করা যায় না। কারণ, গিরনার সিদ্ধ, যােগী, শ্রমণ, সকলেরি তপস্যার ক্ষেত্র । গিরনার তাই কেবলমাত্র সামান্য তীর্থক্ষেত্রই নয়, তপােভূমি। সেই তপঃপ্রভাবকে গিরনারে এলে আজো অনুভব করা যায়।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org