Book Title: Sat Jain Tirth
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 21
________________ ar =rrT দুই দেলওয়াড়া কোথায় সম্মেতশিখর আর কোথায় দেলওয়াড়া! প্রায় দেড় হাজার মাইলের ব্যবধান। কিন্তু এ ব্যবধান শুধু দেশগত নয়, কালগতও। প্রাগৈতিহাসিক যুগের কথা নয়, ঐতিহাসিক যুগের গােড়ার দিকে জৈন ধর্মের প্রচার ও প্রসার হয়েছিল পূর্বাঞ্চলেই বেশী। এর কারণও যে না ছিল তা নয়। কারণ শেষ তীর্থঙ্কর মহাবীরের বিচরণক্ষেত্ৰই ছিল প্রধানতঃ বাংলা, বিহার ও উত্তর প্রদেশের কোনাে কোনাে অংশ। বাংলাদেশের সঙ্গে জৈন ধর্মের সম্পর্ক যে কত প্রাচীন তার নিদর্শন মানভূম জেলার বােড়াম, ছড়রা এবং পাড়ার জৈন মন্দির ও ধ্বংসস্ত,পগুলাে। প্রবাদ সেগুলো মহাবীরের ভক্ত-শিষ্যদের দ্বারা নির্মিত হয়েছিল। কেউ কেউ এদের পার্শ্বনাথের সময়ের বলেও অভিহিত করেন। তাহলে এদের কাল দাড়ায় খৃঃ পূঃ অষ্টম শতাব্দী। এখানে সেকালে যারা Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74