________________
ভূমিকা
তীর্থ আমরা তাকেই বলি যেখানে গেলে আমাদের আত্ম-বিস্তৃতি হয়, ভাব-বিস্তৃতি। | 4. অর্থে গুরুও তীর্থ, আচার্যও তীর্থ। তীর্থই। কারণ
তাদের সান্নিধ্যে আমাদের আত্ম-বিস্তৃতি হয়, ভাব-বিস্তৃতি। - আমরা আমাদের নিজের সঙ্কীর্ণ সীমাকে অতিক্রম করে যাই। জৈনরা এই জন্যই তাদের সকল সাধু ও সাধ্বীদের তীর্থ বলেন। জঙ্গম বা সচল তীর্থ।
সকল সাধু বা সাধ্বী সচল তীর্থ হলেও, আমরা যে অর্থে সাধারণ তীর্থ কথার ব্যবহার করে থাকি, তঁাদের দেহাবসানের পরে সেই স্থাবর তীর্থের সৃষ্টি হয় না বা, সাধু-সাধ্বী ও শ্রাবক-বিকার সংঘ-রূপ অঙ্গম তীর্থেরও তারা প্রতিষ্ঠা করেন না। তাদের প্রভাব একটা বিশেষ দেশ-কালের মধ্যেই আবদ্ধ থাকে। কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে এমন এক আধ জন মহাপুরুষ আসেন, যাদের
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org