Book Title: Adjust Every Where Author(s): Dada Bhagwan Publisher: Dada Bhagwan Aradhana Trust View full book textPage 8
________________ এডজাস্ট এভরিহােয়্যার একটাই শব্দ আত্মস্থ করাে প্রশ্নকর্তা ঃ এখন তাে জীবনে শান্তির সরল মার্গ চাই। দাদাশ্রী ঃ একটাই শব্দ জীবনে ফলিত করতে পারবে, একদম এজ্যাক্ট (অবিকল) ? প্রশ্নকর্তা ঃ হ্যা, এগজ্যাক্ট।। দাদাশ্রী ও ‘এডজাস্ট এভরিহােয়্যার’ এই যে শব্দ এটা যদি তুমি জীবনে ফলিত করতে পার তাহলেই অনেক হল, তােমার শান্তি স্বয়ং স্থাপিত হবে। প্রথম ছমাস পূর্বের রি-অ্যাকশন থাকবে, কিন্তু তারপরে শান্তি ফিরে আসবে। সুতরাং এডজাস্ট এভরিহােয়্যার’। কলিযুগের এই ভয়ঙ্কর কালে এডজাস্ট না করতে পারলে তাে মারা পড়বে। সংসারে অন্য কিছু না জানলেও চলবে, কিন্তু এডজাস্ট করতে তাে জানা চাই। সামনের জন্য ‘ ডিএডজাস্ট করলেও তুমি যদি ‘এডজাস্ট করাে তাে সংসারসমুদ্র পার হয়ে যাবে। অন্যের অনুকুল হতে পারলে আর কোন দুঃখ-ই হবে না। এডজাস্ট এভরিহােয়্যার। প্রত্যেকের সাথে ‘এডজাস্টমেন্ট’ হয়, এটাই সবথেকে বড় ধর্ম। বর্তমান কালে তাে প্রকৃতি ভিন্ন-ভিন্ন তাহলে ‘এড জাস্ট’ না হয়ে কি করে চলবে? দখল নয়, ‘এডজাস্ট’ হও। সংসারের অর্থ-ই সশরণ মার্গ, অর্থাৎ নিরন্তর পরিবর্তন হয়। এই স্থিতিতে এই বৃদ্ধেরা পুরানাে যুগেই আটকে থাকে। আরে, যুগের হিসাবে চললে মার খেয়ে মরে যাবে। যুগের উপযুক্ত এডজাস্টমেন্ট নিতে হবে। আমার তাে চোরের সাথে, পকেটমারের সাথে, সবার সাথেই ‘এডজাস্টমেন্ট’ হয়। আমি চোরের সাথে কথা বললে সে বুঝতে পারে যে এ করুণাময়। আমি চোরকে ‘তুই খারাপ’ এমন কথা বলি না। কেননা | [ ৫ ]Page Navigation
1 ... 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40