Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 34
________________ এডজাস্ট এভরিহােয়্যার। সংসারে যদি আর কিছু না জানে তাতে ক্ষতি নেই কিন্তু এডজাস্ট' হওয়া। তাে জানা চাই। সামনের অন যদি “ডিসএডজাস' হয় তাে তোমার অনুকূল হতে জানা চাই। তাহলে কোন দুঃখ হবে না। সেইজন্যে এডজাস্ট এভূরিহােয়্যার'। প্রত্যেকের সাথে এডজাস্টমেন্ট' হওযা, এই সব থেকে বড় ধর্ম। এই কালে তো প্রকৃতি ভিন্ন ভিন্ন, সেখানে এডজাষ্ট না হয়। কেমন করে চলবে। আমি এই সংসারের অনেক সূক্ষ্ম অনুসন্ধান করেছি। অন্তিম প্রকারের খােজ করেই আমি এই সমস্ত কথা বলছি। ব্যবহারে কেমন করে থাকবে। তাও বলেছি, আবার মােক-এ কেমন করে যাবে তাও বলছি। তোমার 95936 Printed in India Price 10 dadabhagwan.org

Loading...

Page Navigation
1 ... 32 33 34 35 36 37 38 39 40