Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 10
________________ দুর্গন্ধ-এর সাথে এডজাস্টমেন্ট এই যে বান্দ্রার খাঁড়ি (মুম্বইয়ের শহরতলী) থেকে দুর্গন্ধ আসে, তাে এর সাথে কি ঝগড়া করতে যাবে? তেমনি এইসব মানুষ-ও দুর্গন্ধ ছড়ায়, তাদের কি বলবে? যা কিছু দুর্গন্ধ ছড়ায় তাদের খাঁড়ি বলে আর সুগন্ধ ছড়ালে তাদের বাগান বলে। যারা দুর্গন্ধ ছড়াচ্ছে তারা বলছে, তুমি আমাদের প্রতি বীতরাগ হও। এই যে ভালাে - মন্দ বলা হয় তা নিজেকেই উত্ত্যক্ত করে। আমাদের তাে উভয়কে একই মনে করে চলতে হবে। একটাকে ভালাে বলা হলে অন্যটা অটোম্যাটিক খারাপ হয় আর পরে তা উত্যক্ত করে। সেইজন্য দু’য়ের ‘মিক্সচার’ করে ফেলে দাও যাতে আর ফল দিতে না পারে। এডজাস্ট এভরিহােয়্যার’ তাে আমি আবিষ্কার করেছি। ভালাে-ই বলুক আর খারাপই বলুক, দু’য়ের সাথেই এডজাস্ট হয়ে যাও। আমাকে যদি কেউ বলে, ‘তােমার কোন আক্কেল নেই’ তাে আমি তার সাথে তৎক্ষণাৎ এডজাস্ট হয়ে যাই আর বলি “সে তাে কোনদিনই নেই। আমাকে আর তুমি কি বলবে। তুমি তাে একথা আজকে জানলে; আমি তাে ছােটবেলা থেকেই তা জানি। এরকম বললে ঝামেলা মেটে তাে? আর এ আমার কাছে আক্কেল-এর কথা বলবে না। এইভাবে না চললে নিজের ঘর’ (মােক্ষ) কখন পৌঁছাবে? ওয়াইফ (স্ত্রী)-এর সাথে এডজাস্টমেন্ট প্রশ্নকর্তা : এডজাস্ট কেমন করে করব এটা একটু বুঝিয়ে দিন। দাদাশ্রী ? তােমার কোন কারণবশতঃ দেরি হয়ে গেল আর স্ত্রী উল্টাসিধা বলতে লাগল, এত দেরী করে এলে, আমার পছন্দ নয় এই সব, এটা সেটা...' মানে মাথা খারাপ হয়ে গেল। তখন তুমি বলবে, হ্যা, তােমার কথা ঠিক। তুমি বললে ফিরে যাই, তুমি বললে ঘরে এসে বসি। তখন বলবে, না, ফিরে যেতে হবে না, এখন চুপচাপ শুয়ে পড়াে। তবুও বলবে, ‘তুমি বললে খাব, নয়তাে সুয়ে পড়বাে”। তখন বলবে, “না, খেয়ে নাও। অর্থাৎ তুমি একে শান্ত করে খেয়ে নেবে। মানে এডজাস্ট হয়ে গেল। এর [৭]

Loading...

Page Navigation
1 ... 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40