________________
প্রশ্নকর্তা : তাহলে তাে প্রথমে বলার জন্যেই মারামারি হবে।
দাদাশ্রী ঃ হ্যা, তাই করবে কিন্তু এডজাস্ট হয়ে যাবে। কেননা তােমাদের হাতে কোন ক্ষমতা নেই। সত্ত্বা কার হাতে আছে তা আমি জানি। তাহলে ভাই, এখানে এড জাস্ট হতে কোন অসুবিধা আছে কি ?
প্রশ্নকর্তা ঃ না, কিছুই নয়। দাদাশ্রী ও বহেনজী, তােমার আপত্তি আছে? প্রশ্নকর্তা ঃ না।।
দাদাশ্রী ? তাহলে এর একটা ফয়সালা করে নাও না। এডজাস্ট এভরিহােয়্যার’! এতে কোন আপত্তি আছে?
প্রশ্নকর্তা ঃ না, একটুও নয়। | দাদাশ্রী ঃ ও যদি প্রথমে বলে যে আজ পিঁয়াজ-পকোড়া,লাড়, সবজী। সব বানাও তাহলে তুমি এডজাস্ট হয়ে যাবে আর তুমি যদি বলাে আজ তাড়াতাড়ি শুয়ে পড়বাে তাহলে ওর এতে এডজাস্ট হয়ে যাওয়া উচিৎ। (ভাইকে উদ্দেশ্য করে) তােমার যদি কোন বন্ধুর কাছে যাওয়ার থাকে তাহলে সেটা মুলতুবী রেখে শুয়ে পড়বে কারণ বন্ধুর সাথে ঝামেলা হলে পরে দেখে নেওয়া যাবে, কিন্তু এখানে এই প্রথম ঝামেলা তাে হতেই দেবে
। ওখানে বন্ধুর সাথে ভালাে হওয়ার জন্যে এখানে ঝামেলা করবে, তা হওয়া চলবে না। অর্থাৎ ও যদি প্রথমে বলে তাহলে তুমি এডজাস্ট হয়ে যাবে।
প্রশ্নকর্তা ? কিন্তু আমার যদি আটটার সময় মীটিং-এ যাওয়ার হয়। আর স্ত্রী বলে যে এখন শুয়ে পড়ে তাহলে সেটা কেমন করে করবাে?
দাদাশ্রী ? এরকম কল্পনা করবে না। প্রকৃতির নিয়ম হলাে ‘হােয়্যার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে’ (ইচ্ছা থাকলে উপায় হয়)। কল্পনা করবে তাে গন্ডগােল হবে। সে দিন সে নিজেই বলবে তাড়াতাড়ি যাও’, নিজে গ্যারেজ অবধি ছাড়তে আসবে। কল্পনা করার জন্যেই সব নষ্ট হয়। এইজন্যে আমি একটা বইতে লিখেছি ‘হোয়্যার দেয়ার ইজ এ উইল, দেয়্যার ইজ এ ওয়ে’ পালন করতে পারলেই অনেক হবে। পালন করবে। তাে ?
প্রশ্নকর্তা : হাঁ, জী।
[ ৯ ]