Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 26
________________ করবে। এই সমস্ত কথা আমি জ্ঞান হওয়ার পূর্বেই শিখেছি। সমস্ত কলা-ই আমার কাছে আসার পর আমার জ্ঞান হয়েছে। এখন বলাে, এই কলা জানা নেই, সেইজন্যেই না এই দুঃখ! তােমার কি মনে হয় ? প্রশ্নকর্তা ও হ্যা, ঠিকই। দাদাশ্রী ঃ এটা তুমি বুঝতে পারলে ? ভুল তাে তােমার নিজেরই, না? কলা জানা নেই বলেই না? কলা শেখার প্রয়ােজন আছে। | ক্লেশের মূল কারণ ও অজ্ঞানতা প্রশ্নকর্তা ও কিন্তু ক্লেশ হওয়ার কারণ কি? স্বভাবে মিল হয় না বলে ? দাদাশ্রী ও অজ্ঞানতার কারণে। সংসারের অর্থই হল কারাের সাথে কারাের স্বভাব মেলে না। এই জ্ঞান পাওয়ার একটাই রাস্তা, এডজাস্ট এভরিহােয়্যার’! কেউ তােমাকে মারলেও তার সাথে তােমাকে এডজাস্ট’ হতে হবে। আমি এই সােজা - সরল রাস্তা বলে দিচ্ছি। আর সংঘর্ষ কি রােজরােজ হয় ? ও তাে যখন নিজের কর্মের উদয় হয়, তখনই হয়, সে সময় ‘এডজাস্ট’ হতে হবে। ঘরে স্ত্রীর সাথে ঝগড়া হলে তারপর তাকে হােটেলে নিয়ে গিয়ে খাইয়ে খুশী করে দেবে। যেন ঝগড়ার রেশ (তাতাে) না থাকে। সংসারের কোন কিছুই আমাদের ফিট (এডজাস্ট) হবে না। আমরা যদি তাতে ফিট হয়ে যাই তাে দুনিয়া সুন্দর আর যদি তাকে ফিট করতে যাই তাে দুনিয়া টেড়া। সুতরাং এডজাস্ট এভরিহােয়্যার। আমরা তাতে ফিট হয়ে গেলে কোন অসুবিধা নেই। দাদাজী, পুর্ণতঃ এডজাস্টে একবার কঢ়ী (একপ্রকার ব্যঞ্জন) ভালাে হয়েছিল কিন্তু লবন বেশী ছিল। আমার মনে হল এতে লবন বেশী আছে, কিন্তু একটু তাে খেতেই হবে! তাই হীরাবা (দাদাজীর পত্নী) ভিতরে যেতেই আমি তাতে খানিকটা জল মিশিয়ে দিলাম। ও সেটা দেখে ফেললাে আর বললাে, এটা কি করলে? আমি বললাম, তুমি উনুনে বসিয়ে জল ঢাল, আর আমি নীচেই ঢাললাম। তাে বলে, কিন্তু আমি তাে জল ঢেলে ফুটিয়ে দিই। আমি [ ২৩ ]

Loading...

Page Navigation
1 ... 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40