Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 19
________________ সব জায়গায় এডজাস্টমেন্ট প্রশ্নকর্তা ঃ অনেক বার এমন হয় যে একই সময়ে একই বিষয়ে দুজনের সাথে এডজাস্টমেন্ট নিতে হয়, তাে তখন দুজনের কাছে কি করে পৌঁছাব? দাদাশ্রী ও দুজনের সাথেই নেওয়া যায়। আরে, সাতজনের সাথে নেওয়ার হলেও নেওয়া যায়। একজন জিজ্ঞাসা করল, আমার কি করলে? তাকে বলবে, “হ্যা ভাই, আপনার কথা মতই করব। দ্বিতীয় জনকেও এরকম বলবে, তুমি যেমন বলছ সেরকম করব। ‘ব্যবস্থিত’-এর বাইরে তাে কিছুই হবে না। সেজন্য ঝগড়া না হয়। এরকম কোন উপায় করবে। মুখ্য বস্তু ‘এডজাস্টমেন্ট’। হ্যা বললে মুক্তি। আমরা হা বললেও ‘ব্যবস্থিত’-এর বাইরে কিছু হবে কি? কিন্তু ‘না’ বললে ভীষণ ঝামেলা। ঘরে স্বামী-স্ত্রী দুজনে স্থিরনিশ্চয় করবে যে আমাকে এডজাস্ট হতে হবে। তাহলে দুজনেরই সমাধান আসবে। ও বেশি টানাটানি করে তাে তুমি ‘এডজাস্ট’ হলে সমাধান বেরিয়ে যাবে। একজনের হাতে ব্যথা হচ্ছিল, কিন্তু সে অন্য কাউকে বলেনি, আর অন্য হাত দিয়ে সেই হাত টিপে ‘এডজাস্ট’ করছিল। এইরকম এডজাস্ট করতে পারলে সমস্যার সমাধান হবে। এডজাস্ট এভরিহােয়্যার’ না হলে তাে সবাই পাগল হয়ে যাবে। সামনের লােককে বিরক্ত করছিলে, সেই কারণেই সে পাগল হয়েছে। কুকুরকে একবার বিরক্ত করাে, দু-বার, তিনবার বিরক্ত করাে, ততক্ষণ পৰ্য্যন্ত আমার সম্মান রাখবে। কিন্তু বার-বার বিরক্ত করলে সে-ও আমাকে কামড়ে দেবে। সে-ও বুঝে যাবে যে এ রােজ-রােজ বিরক্ত করে,এ নালায়েক, নির্লজ্জ। এটা বােঝার মতাে কথা। এতটুকুও ঝঞ্ঝাট করবে না, ‘এডজাস্ট এভরিহােয়্যার। যে ‘এডজাস্ট’ হওয়ার কলা শিখে গেছে সে দুনিয়া থেকে মােক্ষের দিকে ঘুরে গেছে। এডজাস্টমেন্ট’ হয়েছে, এরই নাম জ্ঞান। যে ‘এডজাস্টমেন্ট শিখে গেছে সে পার পেয়ে গেছে। যা ভুগবার সে তাে ভুগতেই হবে। ক্রুি যে এডজাস্টমেন্ট’ নতে শিখে গেছে তাকে বাধার সম্মুখীন হতে হবে , হিসাব শােধ হয়ে যাবে। কখনও লুটেরার সামনে পড়লে, তার সাথ ‘ডিসএডজাস্ট’ হলে সে তাে মারবে। তার বদলে একদম স্থির করাে যে [১৬]

Loading...

Page Navigation
1 ... 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40