Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 18
________________ তুমি এরকম দেখেছাে কি? আগায় পেরেক লাগানাে লাঠি দিয়ে খােচা দেয়, বােবা প্রাণী কি করবে? ও কাকে নালিশ জানাবে? এইসব লােককে যদি কেউ খোঁচা দেয় তাে তাদের বাঁচাতে অন্য লােকজন এগিয়ে আসবে, কিন্তু এই বােবা প্রাণী কার কাছে নালিশ করবে? এখন ওর এরকম মার খাওয়ার সময় কেন এল ? কারণ আগে অনেক নালিশ করেছিল। তার এই পরিণাম এসেছে। সেইসময় ক্ষমতায় ছিল, তখন নালিশের পর নালিশ করেছে। এখন ক্ষমতায় নেই, সেইজন্যে নালিশ করেই থাকতে হবে। এখন তাই ‘প্লাস-মাইনাস করে ফেল। এর বদলে ফরিয়াদী হােয়াে না। এতে ভুল কোথায়? ফরিয়াদী হলে তবেই না আরােপী হওয়ার সময় আসবে? আমার তাে আরােপী হওয়ারও দরকার নেই আর ফরিয়াদী হওয়ারও দরকার নেই! কেউ গালি দিয়ে গেলে তা জমা করে নেবে। ফরিয়াদী হবেই না। তােমার কি মনে হচ্ছে? ফরিয়াদী হওয়া ভালাে? তার বদলে যদি অগে থেকেই ‘এডজাস্ট’ হয়ে যাও তাে তাতে ভুল কোথায় ? উল্টো বলে ফেলার পরে ব্যবহারে ‘এডজাস্টমেন্ট নেওয়া – একে এই কালে জ্ঞান বলে। হ্যা, এডজাস্টমেন্ট করে নেবে। এডজাস্টমেন্ট ভেঙে গেছে, তবুও এডজাস্ট করে নেবে। তুমি কাউকে ভাল-মন্দ কিছু বলে ফেলেছে। এখন বলাটা তােমার হাতে নয়। তুমিও তাে কখনও এরকম বলে দাও, না কি বলাে না? বলে তাে দিলে, কিন্তু পরে সাথে-সাথেই বুঝতে পারাে যে ভুল হয়ে গেছে। বুঝতে পারবে না এরকম হয় না, কিন্তু সেই সময় আমরা এডজাস্ট করতে যাই না। পরে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলা উচিৎ, ভাই, আমার মুখ থেকে সেইসময় খারাপ কথা বেরিয়ে গিয়েছিল, আমার ভুল হয়ে গেছে, এজন্য ক্ষমা করাে!' তাে এডজাস্টমেন্ট হয়ে গেল। এতে কোন অপত্তি আছে? প্রশ্নকর্তা : না, কোন আপত্তি নেই।। [ ১৫ ]

Loading...

Page Navigation
1 ... 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40