Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 14
________________ শােধরাব অথবা এঞ্জাস্ট হয়ে যাব প্রত্যেক পরিস্থিতিতে যদি আমি সামনের লােকের সাথে এডজাস্ট হতে পারি তাে সবকিছু কত সরল হয়ে যায়। আমি সাথে কি নিয়ে যাব? কেউ বলবে ‘ভাই, স্ত্রী-কে সিধা করে দাও। আরে, ওকে সিধা করতে গেলে তুমিই বাঁকা হয়ে যাবে। সেইজন্যে স্ত্রী-কে সিধা করতে যেও না, যেমন হােক তাকেই কারেক্ট বলবে। তার সাথে তােমার চিরকালের সম্বন্ধ হলে আলাদা কথা, এ তাে একজন্ম, তারপর না জানি কোথায় হারিয়ে যাবে। দু’জনের মৃত্যুর সময় আলাদা, দু’জনের কর্ম আলাদা! কিছু নেওয়ারও নেই, দেওয়ারও নেই! এখান থেকে ও কার কাছে যাবে তার ঠিকানা কি? তুমি ওকে সােজা করবে আর সামনের জন্মে যাবে আর কারাের ভাগে! এইজন্যে না তাে তুমি ওকে সিধা করবে আর না ও তােমাকে সিধা করবে। যা পেয়েছাে তাই সােনা হেন। প্রকৃতি কারাের কখনও সােজা হয় , হতে পারে না। কুকুরের লেজ বাঁকা তাে বাঁকাই থাকে। এইজন্য তুমি সাবধান হয়ে চলাে। যেমন আছে সেটাই ঠিক আছে, ‘এডজাস্ট এভরিহােয়্যার। | পত্নী তাে ‘কাউন্টার ওয়েট প্রশ্নকর্তা : আমি স্ত্রীর সাথে এডজাস্ট করার অনেক চেষ্টা করি, কিন্তু এডজাস্টমেন্ট হয় না। দাদাশ্রী ও সবই হিসাব অনুযায়ী হয়। বলটুও বাঁকা আর নাটও বাঁকা, তাে সেখানে সােজাভাবে ঘােরালে কিভাবে চলবে? আপনার মনে হতে পারে যে স্ত্রী-জাতি এরকম কেন? কিন্তু স্ত্রী-জাতি তাে আপনার কাউন্টার ওয়েট। যতটা আপনার দোষ, ততটাই ও ট্যাড়া; এইজন্যেই তাে সব ‘ব্যবস্থিত, এইরকম আমি বলেছি না? প্রশ্নকর্তা ও সবাই আমাকে সােজা করতে এসেছে, এরকম-ই মনে হচ্ছে। দাদাশ্রী ? সে তাে তােমাকে সােজা করাই দরকার। সােজা না হলে। কি দুনিয়া চলে? সােজা না হলে বাবা কি করে হবে? সােজা হলে তবেই বাবা হতে পারবে। স্ত্রী-জাতি এমনই যে বদলাবে না, তাই আমাদের বদলাতে [ ১১ ]

Loading...

Page Navigation
1 ... 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40