Book Title: Adjust Every Where
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 15
________________ হবে। ওরা সহজ জাতি, বদলে যাবে এমন নয়। স্ত্রী, সেটা কি বস্তু? প্রশ্নকর্তা ঃ আপনিই বলুন। দাদাশ্রী ঃ ওয়াইফ ইজ দ্য কাউন্টার ওয়েট অফ্ মেন। ওই কাউন্টার ওয়েট না থাকলে মানুষ (পুরুষ) লুটিয়ে পড়বে। প্রশ্নকর্তা ঃ এটা বুঝতে পারলাম না। দাদাশ্রী ও ইঞ্জিনে কাউন্টার ওয়েট রাখা হয় নইলে ইঞ্জিন চলতে চলতে ভেঙ্গে যাবে। এইরকমেই মানুষের কাউন্টার ওয়েট স্ত্রী। স্ত্রী থাকলে ভেঙ্গে পড়বে না। নয়তাে দৌড়-ঝাপ করেও কোন ঠিকানা থাকত না। আজ এখানে তাে কাল কোথা থেকে কোথায় চলে যেত। স্ত্রী আছে তাই ঘরে ফিরে আসে, নয়তাে ঘরে ফিরতাে কি? প্রশ্নকর্তা ও আসতাে না। দাদাশ্রী ও স্ত্রী ওর কাউন্টার ওয়েট। সংঘর্ষ, শেষ পর্যন্ত অন্ত পায় | প্রশ্নকর্তা ঃ সকালের সংঘাত দুপুরে ভুলে যাই আর সন্ধ্যায় আবার নতুন হয়। দাদাশ্রী ও সংঘর্ষ কোন শক্তিতে হয় তা আমি জানি। ও উল্টো বলে, তাতে কোন শক্তি কাজ করছে? বলার পরে আবার এডজাস্ট’ হয়ে যায়, এসব জ্ঞান দ্বারাই বােঝা যায়, এইরকম ব্যাপার। তবুও সংসারে ‘এডজাস্ট’ হতে হবে। কেননা প্রত্যেক বস্তুর-ই অন্ত আছে। আর ধরে নাও যদি লম্বা সময় চলেও তাহলেও তুমি তাকে সাহায্য করছে না বরং বেশী লােকসান করছাে। তুমি নিজেরও লােকসান করছাে আর সামনের জনেরও লােকসান করছাে। অথবা প্রার্থনার ‘এডজাস্টমেন্ট প্রশ্নকর্তা ও সামনের লােককে বােঝানাের জন্য আমি আমার পুরুষার্থ করলাম, তারপরে সে বুঝলাে - না বুঝলাে সেটা তার পুরুষার্থ ? [১২]

Loading...

Page Navigation
1 ... 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40