________________
সকালে আপনাদের সবার প্রতিজ্ঞা করা উচিৎ যে সারাদিন কারাের সাথে কোনরকম সংঘাতে জড়াবাে না। সংঘর্ষ থেকে কি লাভ আপনার হয় ?
প্রশ্নকর্তা ঃ আমরা শুধুই আঘাত পাই।
দাদাশ্রী ঃ শুধু তাই নয়, আপনার সমস্ত দিন নষ্ট হয়ে যাবে। তার উপরে সামনের জন্মে আপনি মনুষ্য-জীবনের অধিকার হারাবেন। যতক্ষণ আপনার মধ্যে ধার্মিকতা আর ভদ্রতা আছে ততক্ষণ আপনি মনুষ্যজন্ম পাবেন। আপনি যদি পশুর মত সবার সাথে যুদ্ধ করতে থাকেন আর সবাইকে শিং দিয়ে গুঁতােতে থাকেন তাহলে কি আপনি পুনরায় মনুষ্য-জন্মের যােগ্য ? কে শিং ব্যবহার করে, ষাড় না মানুষ?
প্রশ্নকর্তা ঃ দেখে তাে মনে হয় মানুষই বেশী ব্যবহার করে।
দাদাশ্রীঃ যদি কোন মানুষ ক্ষতি করে তাহলে তাকে প্রাণীজগতে জন্মাতে হবে, যেখানে সে চার পা আর একটা লেজ পাবে। জীবন সেখানে অনায়াস নয়; তা দুঃখ-কষ্ট আর বেদনায় পরিপূর্ণ। এটা আপনার খুব ভালাে করে বােঝা উচিৎ।
সংঘাত, অজ্ঞানের লক্ষণ প্রশ্নকর্তাঃ পছন্দমত না পাওয়াতেই কি আমরা আমাদের জীবনে সংঘাতে জড়িয়ে পড়ি?
দাদাশ্রী ও সংঘাত-ই হয়, তাকেই বলা হয় সংসার। প্রশ্নকর্তা ও সংঘাত-এর কারন কি?
দাদাশ্রীঃ অজ্ঞান। আপনি যদি কারাের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন তাহলে সেটা আপনার দুর্বলতার লক্ষণ। অন্য লােকেদের দোষ নেই। তারা কখনই মতভেদের কারণ ঘটায় না। আপনার নিজের দোষেই মতপার্থক্য হয়। যদি কেউ উদ্দেশ্যপ্রণােদিত ভাবে আপনার সাথে সংঘর্ষে জড়ায় তাহলে আপনার তার কাছে ক্ষমা চাওয়া উচিৎ। যখনই আপনি কোন সংঘাতে লিপ্ত হচ্ছেন, সেটা আপনারই দোষ।
প্রশ্নকর্তা ঃ আমরা সংঘর্ষ এড়াতে চাই কিন্তু আমাদের রাস্তায় একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে। ধরুন আমরা সেটাকে এড়িয়ে চলছি তবুও সেটা আমাদের ওপর পড়লাে, তাহলে আমরা কি করবাে?
[১৬]