________________
প্রশ্নকর্তা ঃ আপনি আমাদের স্থূল সংঘর্ষের ঘটনার উদাহরন দিয়েছেন যেমন দেওয়াল। কিন্তু যে সমস্ত সংঘাত সূক্ষ্ম, সূক্ষ্মতর এবং সূক্ষ্মতম স্তরে হয় তারা কি? দয়া করে উদাহরন দিয়ে বুঝিয়ে দিন। সূক্ষ্ম সংঘাত কি?
দাদাশ্রী ? আপনার পিতার সাথে আপনার যে সংঘাত হয় তা সব-ই সূক্ষ্ম সংঘাত।
| প্রশ্নকর্তা ও সূক্ষ্ম সংঘাত কি মানসিক সংঘাত? মৌখিক সংঘাত-ও কি সূক্ষ্ম সংঘাতের মধ্যেই পড়ে?
দাদাশ্রী ঃ এরা স্থূল সংঘাতের মধ্যে পড়ে কারণ অন্যরা এর সম্বন্ধে জানতে পারে। যে সংঘাত অন্য কেউ দেখতে পায় না বা বুঝতে পারে না তা সূক্ষ্ম সংঘাত।
প্রশ্নকর্তা ও সূক্ষ্ম সংঘাত আমরা কি করে বর্জন করতে পারি ?
দাদাশ্রীঃ প্রথমে স্থল-এর সমাধান করুন তারপর সূক্ষ্ম, সুক্ষ্মতর এবং সবশেষে সূক্ষ্মতম-এর করবেন।
প্রশ্নকর্তা ও সূক্ষ্মতর সংঘাত কাকে বলে ?
দাদাশ্রীঃ যদি আপনি কারাের দ্বারা প্রহৃত হন এবং সেই সময় আপনার এই জাগৃতি আছে যে কোন ব্যক্তি আপনাকে প্রহার করছে না, ব্যবস্থিত কর্তা এবং আপনি শুদ্ধাত্মা কিন্তু এই জাগৃতি থাকা সত্ত্বেও আপনি যদি ওই ব্যক্তির সামান্যতম দোষ-ও দেখেন তাহলে সেটা সূক্ষ্মতর সংঘাতের উদাহরন।
প্রশ্নকর্তা ঃ দয়া করে আর একবার বুঝিয়ে দিন-এটা বুঝতে পারলাম না।
দাদাশ্রীঃ অন্যের মধ্যে যে সমস্ত দোষ আপনি দেখেন তা সব-ই সূক্ষ্মতর সংঘাতের আকার।
প্রশ্নকর্তা ও তার মানে অন্যের দোষ দেখা-ই সূক্ষ্মতর সংঘাত ?
দাদাশ্রী ঃ না, আপনি একবার যখন জ্ঞানের মাধ্যমে নিশ্চয় করেছেন যে অন্যরা নির্দোষ কিন্তু তবুও আপনি অন্যদের দোষারােপ করছেন তাকেই সুক্ষ্মতর সংঘাত বলে। তার কারণ অন্য ব্যক্তিও শুদ্ধাত্মা এবং তার সমস্ত দোষ থেকে সে পৃথক।
[ ২৭ ]