Book Title: Avoid Clashes
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 23
________________ দাদাশ্রী ঃ কেউ আপনার সাথে সংঘাতে জড়াতে চাইলে আপনি যদি তার থেকে বিরত থাকেন তাহলে সাধারণ জ্ঞান আসবে। কিন্তু আপনি কারাের সাথে সংঘাতে জড়িয়ে পড়লে এই জ্ঞান চলে যাবে। আপনার দিক থেকে কোনরকম বাদ-বিবাদ যেন না থাকে। আপনার সাথে অন্য কারাের সংঘর্ষ থেকেই সাধারণ জ্ঞানের সৃষ্টি হয়। আত্মার শক্তি এমনই যে তা আপনাকে সংঘাতের সময় আপনার ব্যবহার কেমন করতে হবে তার উপায় দেখাবে। একবার এই জ্ঞান পেলে তা আপনাকে কখনাে ছেড়ে যাবে না। উপরন্তু আপনি আরও বেশী করে তা অর্জন করবেন। আমার প্রচন্ড সাধারণ জ্ঞান আছে কারণ আমি কারাের সাথে সংঘাতে জড়াই । আপনি কিছু বললে তার ভিতরের অর্থ আমি তৎক্ষণাৎ বুঝে ফেলি। অন্যরা ভাবতে পারে যে যা বলা হচ্ছে তা দাদার পক্ষে ক্ষতিকারক কিন্তু আমি সাথে সাথে বুঝে নিই যে এতে কোন ক্ষতি নেই। এটা জাগতিক দৃষ্টিকোণ। থেকে ক্ষতিকারক নয়, এমনকি ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এটা ক্ষতিকারক নয়। এবং এটা নিশ্চিতভাবে আত্মার পক্ষেও ক্ষতিকারক নয়। লােকে ভাবতে পারে যে আত্মার পক্ষে এটা ক্ষতিকারক কিন্তু এর উপযােগিতা বুঝতে পারি। সাধারণ জ্ঞানের এমনই প্রভাব। সেইজন্য আমি আপনাকে সাধারণ জ্ঞানের সংজ্ঞা দিয়েছি, এটা “সর্বত্র প্রযােজ্য।” এই জ্ঞান বর্তমান প্রজন্মের মধ্যে নেই। সাধারণ জ্ঞান বংশানুক্রমে ক্রমশঃই কমে যাচ্ছে। আত্মবিজ্ঞান প্রাপ্তি হলে তারপর লােকে এইভাবে থাকতে পারে। অথবা সাধারন মানুষের মধ্যেও এক-আধজন থাকতে পারে, এরকম পুণ্যশালী লােকও হয় ! কিন্তু তারা কিছু জায়গায় থাকতে পারে, সব জায়গায় নয়। প্রশ্নকর্তাঃ সমস্ত সংঘাতের কারণ কি এই নয় যে এক লেয়ার’ থেকে অন্য ‘লেয়ার’-এর অন্তর খুব বেশী? দাদাশ্রী ও সংঘাত-ই তাে প্রগতি! যত ঝঞ্ঝাট হবে, ঘর্ষণ হবে, ততই উপরে ওঠার রাস্তা খুলে যাবে। ঘর্ষণ না হলে তাে যেখানকার সেখানেই থেকে যাবে। তাই লােকে ঘর্ষণ খোঁজে।। [ 20]

Loading...

Page Navigation
1 ... 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34