Book Title: Anger Benagali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 10
________________ ক্রোধ কে মানে, ‘আমি মিথ্যা?’ প্রশ্নকর্তা ঃ আমি ঠিক কিন্তু তবুও কেউ যদি আমাকে ভুল প্রতিপন্ন করে তাে ভিতরে তার উপর ক্রোধ হয়ে যায়। তাহলে এই ক্রোধ জলদি আসে তার জন্যে কি করব? | দাদাশ্রী ? হা, কিন্তু তুমি ঠিক হবে, তবেই না? তুমি কি বাস্তবিকই ঠিক? তুমি যে ঠিক এটা তুমি কি করে জানলে ? প্রশ্নকর্তা ও আমাকে আমার আত্মা বলে যে আমি ঠিক। দাদাশ্রী ? এ তাে তুমি নিজেই জজ, নিজেই উকিল আর নিজেই আসামী, তাহলে তাে তুমি ঠিকই হবে, না? তুমি তাে কখনই ভুল হবে । অন্যজনেরও এইরকমই মনে হয় যে আমি-ই ঠিক। বুঝতে পারছাে ? | এ সমস্তই হল দুর্বলতা প্রশ্নকর্তা ও কিন্তু আমার এটাই জিজ্ঞাসা করার ছিল যে অন্যায়ের প্রতি বিরক্তি হয়, সেটা তাে ভালই না? কোন কিছুতে স্পষ্টভাবে অন্যায় আমার নজরে এলে তখন যে ক্রোধ হয়, তা কী উচিৎ? | দাদাশ্রী ঃ এই ক্রোধ আর বিরক্তি, এ সবই দুর্বলতা, শুধুই উইকনেস্। সমস্ত জগতেরই এই দুর্বলতা আছে। কেউ তােমাকে ধমকালে তুমি উগ্র হয়ে যাও না? প্রশ্নকর্তা ঃ হ্যা, হয়ে যাই।। দাদাশ্রী ? তাহলে সেটা দুর্বলতা বলবে না বাহাদুরী বলবে? প্রশ্নকর্তা ও কিন্তু কোন জায়গায় তাে ক্রোধ হওয়াই দরকার! দাদাশ্রী : না, না। ক্রোধ তাে নিজেই এক দুর্বলতা। কোথাও কোন জায়গায় ক্রোধ হওয়া উচিৎ, এটা তাে সংসারী কথা। এ তাে নিজের ক্রোধ [৫]

Loading...

Page Navigation
1 ... 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42