Book Title: Anger Benagali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 14
________________ করছাে? এই বাচ্চা তােমার কি ক্ষতি করছে? এইভাবে ওকে বুঝিয়ে কথা বলতে পার। তুমি ওর উপর ক্রোধ করলে সে তাে তােমার দুর্বলতা। প্রথমতঃ নিজের মধ্যে দুর্বলতা থাকা চলবে না। যার মধ্যে দুর্বলতা নেই তার প্রভাব পড়বেই! উনি তাে এমনি, সাধারণভাবেও যদি বলেন, তাে সবাই মেনে নেবে। প্রশ্নকর্তা ঃ না-ও মানতে পারে। | দাদাশ্রী ঃ না মানার কারণ কি? তােমার প্রভাব পড়ে না। অর্থাৎ দুর্বল হওয়া উচিৎ নয়, চরিত্রবান হওয়া চাই। মেন অফ পারসােন্যালিটি’ হওয়া দরকার। লাখ গুন্ডা ওনাকে দেখলেই পালিয়ে যাবে। বিরক্ত মানুষ কাছ থেকে তাে কেউ পালায় না, বরং মারবেও। সংসার তাে কমজোরকেই মারতে থাকে না !! অর্থাৎ মেন অফ পারসনালিটি হওয়া চাই। পারসনালিটি কখন আসে ? বিজ্ঞান জানলে পারসন্যালিটি আসে। এই জগতে যা ভুলে যায় তা (রিলেটিভ) জ্ঞান আর যা কখনও ভােলা যায় না, তা বিজ্ঞান! | গরমের থেকেও ভারী হিম। | হিমবর্ষা যে হয় তা কি তুমি জান ? এখন হিম তাে খুব-ই ঠান্ডা হয়। কি? ওই হিম থেকে গাছ জ্বলে যায়, তুলাে-ঘাস সব-ই জ্বলে যায়, এটা। তুমি জান কি? ওই ঠান্ডাতে কেন জ্বলে যায় ? | প্রশ্নকর্তা ও ‘ওভার লিমিট’ ঠান্ডার কারণে। দাদাশ্রী ঃ হ্যা, যদি তুমি ঠান্ডা থাক তাে এইরকম শীল’ উৎপন্ন হবে। যেখানে ক্রোধ বন্ধ, সেখানে প্রতাপ প্রশ্নকর্তা ঃ কিন্তু দাদাজী, দরকারের চেয়ে বেশী ঠান্ডা হওয়াতাে এক ধরনের দুর্বলতা, নয় কি? দাদাশ্রী ও প্রয়ােজনের চেয়ে বেশী ঠান্ডা হওয়ার দরকারই নেই। আমাকে তাে লিমিট-এর মধ্যে থাকতে হবে, তাকে নর্মালিটী’ বলে। বিলাে [ 9 ]

Loading...

Page Navigation
1 ... 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42