Book Title: Anger Benagali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 32
________________ উচিৎ নয়। এ তাে এক ধরনের পাশবতা। আন্ডারডেভেল পিপল্স, আনকাল্ডার (স্বল্পবিকশিত মানুষ, অসংস্কৃত)। প্রতিক্ৰমণ-ই সত্যিকারের মােক্ষমার্গ প্রথমে দয়া রাখাে, শান্তি রাখাে, সমতা রাখাে, ক্ষমা রাখাে এরকম উপদেশ শেখায়। তখন লােকে কি বলে, আরে! আমার ক্রোধ হতেই থাকে আর তুমি বলছাে ক্ষমা রাখাে কিন্তু কিভাবে ক্ষমা রাখবাে? অতএব এদের। উপদেশ এইভাবে দিতে হবে যে তােমার ক্রোধ হলে তুমি এইভাবে মনে পশ্চাতাপ করবে, আমার কি দুর্বলতা আছে যে আমি এরকম ক্রোধ করে। ফেলি ? এ আমি ভুল করে ফেলেছি। এইভাবে পশ্চাতাপ করবে আর যদি কোন গুরু থাকেন তাে তার সাহায্য নেবে, আর এরকম দুর্বলতা আবার উৎপন্ন না হয় এই নিশ্চয় করবে। তুমি আর ক্রোধের রক্ষণ করবে না, বরং তার প্রতিক্ৰমণ করবে। প্রতিক্ৰমণে কি করতে হবে? তােমার ক্রোধ হয়েছে আর সামনের। ব্যক্তি তাতে দুঃখ পেয়েছে, তাে তার আত্মাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। অর্থাৎ যা হয়েছে তার জন্যে ক্ষমা চেয়ে নেবে এবং আর কখনও করব না এই প্রতিজ্ঞা করবে, আর আলােচনা করবে মানে আমার কাছে দোষ খােলাখুলি বলবে যে আমার এই দোষ হয়ে গেছে। মনে-মনেও ক্ষমা চাও প্রশ্নকর্তা ঃ দাদাশী, পশ্চাতাপ বা প্রতিক্ৰমণ করার সময় অনেকবার এরকম হয় যে ভুল করে ফেলেছি, কারাের উপর ক্রোধ হয়ে গেছে, তখন ভিতরে দুঃখ হয় যে এটা ভুল হয়ে গেছে কিন্তু সামনের ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার সাহস হয় না। দাদাশ্রী ? এরকম ক্ষমা চাইবেন না, নয়তাে ওই ব্যক্তি তার দুরুপযােগ করবে। হ্যা, এখন পথে এসেছাে তাে? এইরকমই এরা সব! নাে (উদার) মানুষ নয়! ক্ষমা চাওয়ার মত লােক নয় এরা! সেইজন্যে তার। শুদ্ধাত্মাকে স্মরণ করে মনে-ই ক্ষমা চেয়ে নেবে। হাজারের মধ্যে হয়তাে জনদশেক এরকম ব্যক্তি পাবে যারা ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করবে। [ ২৭ ]

Loading...

Page Navigation
1 ... 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42