Book Title: Anger Benagali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 22
________________ এসেছে। এখন যদি তুমি রেজাল্টকে শেষ করার চেষ্টা করাে, এটা সেরকম কথা হল। এই যে রেজাল্ট এসেছে, এটা কিসের পরিণাম? তাতেই তােমার পরিবর্তন আনা দরকার। লােকে বলে, ক্রোধকে চেপে রাখাে, ক্রোধকে দূর করাে। আরে! এরকম কেন করছাে? বিনা কারণে মাথা খারাপ করছাে! তবুও তাে ক্রোধ দূর হয় না। তবু ওরা বলবে, ‘না সাহেব, ক্রোধ অল্প-বিস্তর তাে চাপা পড়েছে। আরে, ও যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত ওকে চেপে রাখা গেছে বলা যাবে না। তখন সেই ভাই আবার বললাে, “তাহলে আপনার কাছে আর অন্য কোন উপায় আছে? আমি বললাম, হ্যা, উপায় আছে। তুমি করবে? ও বললাে, “হ্যা। তখন আমি বললাম, একবার নােট তাে করাে যে এই সংসারে মুখ্যরূপে কার উপর ক্রোধ হয় ? যেখানেসেখানে ক্রোধ হয় তা নােট করে নাও, আর যেখানে ক্রোধ হয় না তাকেও জানাে। একবার লিস্ট তৈরী করে নাও যে এই ব্যক্তির উপর ক্রোধ হয় না। কিছু লােক উল্টোপাল্টা করলেও তার উপর ক্রোধ আসে না। আর কিছু তাে বেচারা ঠিক করলেও তার উপর ক্রোধ হয়। অতএব এর কিছু কারণ তাে থাকবে? | প্রশ্নকর্তা ও ওদের প্রতি মনে গ্রন্থি পড়ে গেছে? দাদাশ্রী হ্যা, গ্রন্থি পড়ে গেছে। ওই গ্রন্থি-কে ছাড়ানাের জন্যে এখন কি করবে? পরীক্ষা তাে দিয়ে দিয়েছে। যার উপর যতবার ক্রোধ হওয়ার আছে, ততবার তার উপর ক্রোধ হয়েই যাবে আর তার জন্যে গ্রন্থি-ও পড়েই গেছে, কিন্তু এখন আমাকে কি করতে হবে? যার উপরে ক্রোধ হচ্ছে তার প্রতি মনে খারাপ ভাব হতে দেবে না। মনকে শুধরাবে এই বলে যে, ‘ভাই, আমার প্রারব্ধ-এর হিসাবে এই ব্যক্তি এইরকম করছে। ও যা কিছু করছে তা আমার কর্মের উদয়ের কারণে করছে। এইভাবে মনকে শুধরে নেবে। মনকে শুধরাতে থাকবে আর যখন অন্যজনের প্রতি মন শুধরে যাবে তখন তার প্রতি ক্রোধ হওয়া বন্ধ হয়ে যাবে। কিছু সময়ের জন্য পুরােনাে এফেক্ট থাকে, এই এফেক্ট কেটে গেলে তারপর বন্ধ হয়ে যায়। | [ ১৭ ]

Loading...

Page Navigation
1 ... 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42