Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 41
________________ বিষয়ে অসন্দিগ্ধ ও সর্বদা শঙ্কাহীন হয়ে বিচরণও ঠিক সেইরূপ শক্ত। সে কথা শুনে মৃগাপুত্র বলল : মা, তুমি যা বলছ, তা ঠিক ; তবে বিগত-তৃষ্ণ ব্যক্তির কাছে কিছুই অসাধ্য নয়। আমি শারীরিক ও মানসিক যন্ত্রণা অনন্তবার সহ্য করেছি, দুঃখ ও ভয়ে বার বার বিমূঢ় হয়েছি। জরা-মরণরূপ ভীষণ বনে জন্ম ও মৃত্যুর দুঃখ বারংবার ভােগ করেছি। পৃথিবীতে অগ্নি উষ্ণ, সেই অগ্নির উষ্ণতার চাইতেও অনন্তগুণ উষ্ণতা জনিত দুঃখ আমি নরকে সহ্য করেছি। তীক্ষ্ণধার ক্ষুর, ছুরি ও কঁচি দিয়ে আমাকে কর্তিত, বিদারিত ও ছিন্ন করা হয়েছে, আমার শরীর হতে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে। ৩২ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78