________________
আহারই প্রাপ্ত হতেন। কুকুরেরা তার ওপর উৎপতিত হত দংশন করত। কুকুরের আক্রমণ হতে তাকে কেউ রক্ষা করত না, বরং চু চু শব্দ করে। আরাে লেলিয়ে দিত।
সেখানে পরিব্ৰজনের সময় অন্য শ্রমণেরা দণ্ড বা নালিকা নিয়ে পথ চলতেন তা সত্বেও কুকুরেরা তাদের দংশন করত, শরীর হতে মাংস ছিড়ে নিত।
শরীরের প্রতি মমত্ব পরিত্যাগ করে, প্রাণী হিংসা হতে বিরত হয়ে, গ্রামবাসীদের অত্যাচার ও পীড়ন সহ্য করে, সেই রাঢ় দেশে তিনি বহুবার প্ৰব্ৰজন করেছেন।
রাঢ়দেশের গ্রামগুলি দূরে দূরে অবস্থিত ছিল, তাই রাত্রিতে অবস্থানের জন্য তিনি প্রায়ই গ্রাম পর্যন্ত পৌছতে পারতেন না, পৌছলেও গ্রামবাসীরা। গ্রামে তাকে প্রবেশ করতে দিত না, প্রহার করে গ্রাম হতে দূর করে দিত।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org