________________
30
শীত ঋতুতে
হিম শীতল বায়ু প্রবাহিত হলে অন্য-তীর্থিক সাধুরা যখন .
অগ্নি প্রজ্বালিত করত, অধিক বস্ত্রের কামনা করত, এমনকি পরিগ্রহহীন শ্রমণেরাও
যখন বায়ুহীন স্থানের অন্বেষণ করত, তখন তিনি উন্মুক্ত বা ঈষৎ আচ্ছাদিত স্থানে
অবস্থান করে
নিস্পৃহভাবে সেই শীতের তীক্ষ্ণতা সহ্য করতেন।
11 8 11
দুর্গম রাঢ়দেশের
বজ্র ও সুক্ত ভূমিতে বিচরণকালে
তাঁকে বহুবিধ বিপদের সম্মুখীন হতে হয়েছে,
বালু ও কঙ্করময় ভূমিতে
অবস্থান করতে হয়েছে।
রাঢ়দেশের অধিবাসীরা
রুক্ষ ও শুষ্ক ভোজী
ও নিষ্ঠুর প্রকৃতির ছিল,
তাই রাঢ় দেশে
তাঁকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ৷
সেখানে তিনি রুক্ষ, শুষ্ক ও অল্প পরিমিত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org