________________
বীরস্তব
তিনি ছিলেন খেদজ্ঞ, কুশল ও প্রত্যুৎপন্নমতি, অনন্ত জ্ঞান ও দর্শন সম্পন্ন, যশস্বী ও লােকনন্দন।
তিনি ছিলেন লােকস্থিত সমস্ত জীবের জ্ঞাতা ও দ্রষ্টা, তমঃনাশী দীপশিখার মতাে নির্মল আত্মধর্মের প্রকাশক।
তিনি ছিলেন ক্রাদি ও সর্বদর্শী, উত্তম চরিত্র সম্পন্ন ও ধৃতিমান, আত্মস্থিত, বিদ্বান ও মেধাবী, গ্রন্থিহীন, নির্ভয় ও নিরায়ু।
তিনি ছিলেন সর্বজ্ঞ ও অনিয়তচারী, সংসার সমুদ্র পারকৃৎ ও ধীর, সূর্যের মতাে দ্যুতিমান ও তেজঃপুঞ্জ, অগ্নির মতাে তিমির-বিদার ঔজ্বল্য।
তিনি ছিলেন জিন প্রবর্তিত অনুপম ধর্মের শ্রেষ্ঠ নেতা,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org