Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 74
________________ ধ্বনিতে যেমন মেঘমন্দ্র শ্রেষ্ঠ, নক্ষত্রে শশাঙ্ক সৌরভে চন্দন বাস, মুনিদের মধ্যে তেমনি ভগবান মহাবীর শ্রেষ্ঠ। হস্তীতে যেমন ঐরাবত শ্রেষ্ঠ, বনচরে সিংহ, জলে গঙ্গোদক, পক্ষীতে বেণুদেব গরুড়, নির্বাণবাদীদের মধ্যে তেমনি ভগবান মহাবীর শ্রেষ্ঠ। যােদ্ধায় যেমন বিশ্বসেন শ্রেষ্ঠ, ফুলে অরবিন্দ, ক্ষত্রিয়ে দান্তবাক্য, ঋষিদের মধ্যে তেমনি ভগবান মহাবীর শ্রেষ্ঠ। দেবতায় যেমন বৈমানিক দেবতা শ্রেষ্ঠ, .. সভায় সুধর্ম দেবসভা, ধর্মে মােক্ষধর্ম, জ্ঞানীদের মধ্যে তেমনি ভগবান মহাবীর শ্রেষ্ঠ। দানে যেমন অভয় দান শ্রেষ্ঠ, সত্যে অনবদ্য বাক্য, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 72 73 74 75 76 77 78