Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 54
________________ গৌতম বললেন : কেশী, তীব্র রাগ, দ্বেষ, মােহাদিই সেই পাশ। সেই পাশ , শাস্ত্রোপদিষ্ট পথে ছিন্ন করে আমি স্বচ্ছন্দ বিচরণ করি। কেশী বললেন : গৌতম, সমস্ত প্রাণীর হৃদয়ে একটী লতা মঞ্জরিত হয়। যার ফল বিষময়, আপনি সেই লতা কিভাবে উৎপাটিত করেছেন ? গৌতম বললেন : কেশী, সেই লতা সর্বতােভাবে ছিন্ন করে সমূলে আমি উৎপাটিত করেছি। তাই তার বিষময় ফল আমায় ভক্ষণ করতে হয় না। কেশী বললেন ঃ গৌতম, সেই লতা কী ? গৌতম বললেনঃ কেশী, ভীষণ ও ভীষণ ফলদায়িনী ৪৫ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78