Book Title: Bengali - Parshwanath Author(s): Unknown Publisher: ZZZ Unknown View full book textPage 7
________________ শ্ৰীপাৰ্শ্বনাথ ভাবিতে লাগিলেন, এত বড় সেনার হাত হইতে আমি কিরূপে নগর রক্ষা করিব। তবে একটী মাত্র পথ আছে। রাজা অশ্বসেন হইতে যদি কোন প্রকার সাহায্য পাওয়া যায়, তাহা হইলে নগরী রক্ষা পাইতে পারে। কিন্তু রাজা অশ্বসেনকে কিরূপে সংবাদ দেওয়া যায় ? a এই কথা ভাবিতে ভাবিতে তাঁহার মনে বন্ধু পুরুষোত্তমের কথা জাগিয়া উঠিল, পুরুষোত্তম প্রসেনজিতের স্বার্থের জন্য নিজের জীবন পর্য্যন্ত বিসর্জ্জন দিতে প্রস্তুত ছিলেন। অতএব তিনি একদিন রাত্রে গোপনে কুশস্থল হইতে বাহির হইয়া যত শীঘ্র সম্ভব কাশী পৌঁছিলেন । রাজা অশ্বসেন নিজ সভায় সিংহাসনে বসিয়া ছিলেন ৷ ধৰ্ম্ম ও সঙ্গীত চর্চ্চা হইতে ছিল, এমন সময়, প্রহরী সংবাদ দিল যে, একজন দূরদেশের লোক তাঁহার সহিত দেখা করিতে চায়। তিনি লোকটীকে তাঁহার সম্মুখে লইয়া আসিতে আদেশ দিলেন । পুরুষোত্তম ভিতরে প্রবেশ করিলেন। তিনি রাজা অশ্বসেনকে প্রণাম করিয়া কুশস্থলের সমস্ত সংবাদ তাঁহাকে জানাইলেন । সংবাদ শুনিয়া অশ্বসেন অত্যন্ত ক্রুদ্ধ হইলেন, এবং বলিলেন, যবন রাজার কি শক্তি যে, সে প্রসেনজিতকে আক্রমণ করিবে। আমি আমার সমস্ত সৈন্য লইয়া কুশস্থলে যাত্রা করিতেছি। যুদ্ধভেরী বাজাইয়া দেওয়া হইল ও সমস্ত সৈন্য যাত্রা করিতে প্রস্তুত হইল । Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat www.umaragyanbhandar.comPage Navigation
1 ... 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20