________________
১২
শ্রীপার্শ্বনাথ | তিনি লােকেদের বলিলেন—এই কাষ্ঠক্তৃপ আগুন হইতে বাহির কর এবং ইহা চিরিয়া ফেল।”
লােকে তাহাই করিল এবং দেখিল যে একটি সাপ তাহার ভিতর দগ্ধ হইতেছে। সাপটীর অত্যন্ত কষ্ট হইতেছিল, তখন তাহার মুমূর্ষ অবস্থা। পার্শ্বকুমার তাহাকে পবিত্র মন্ত্র (নবকার মন্ত্র ) শােনাইলেন। সাপটার তৎক্ষণাৎ মৃত্যু হইল। | কমঠ অত্যন্ত লজ্জা পাইল। তাহার মনে হইল যে পার্শ্বকুমার তাহাকে লজ্জা দিবার জন্যই ইচ্ছা করিয়া এই কাজ করিয়াছেন।
সে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু তবুও সে তাহার তপ বন্ধ করিল । অল্প দিনেই এই প্রকার তপ করিতে করিতে তাহার মৃত্যু হইল, এবং মৃত্যুর পর তাহার নাম হইল মেঘমালী।
| সেই সাপটী নাগরাজ পদ প্রাপ্ত হইল এবং ধরণেন্দ্র নামে বিখ্যাত হইল।
বসন্ত আগমনে চারিদিকের শােভা অপূর্ব হইয়া উঠিল। প্রত্যেকটী গাছ ফলে ফুলে পল্লবিত। মধুপানাকুল ভ্রমর দলের গুঞ্জনে চারিদিক গুঞ্জিত।
পার্শ্বকুমার, প্রভাবতীকে সঙ্গে নিয়া একদিন বনের শােভা দেখিতে বাহির হইলেন। বেড়াইতে বেড়াইতে তিনি একটী প্রাসাদের সম্মুখে উপস্থিত হইলেন। প্রাসাদের শােভা ও কারুকাৰ্য্য অবর্ণনীয়। তঁাহারা তাহার ভিতর প্রবেশ করিলেন।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com