________________
শ্ৰপার্শ্বনাথ কোথাও সুন্দর সময় কুঞ্জ, কোথাও কমল শশাভিত সরােবর। সরােবরে রাজহংস ঘুরিয়া বেড়াইতেছিল। | প্রভাবতী অত্যন্ত আমােদিত হইয়া চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতেছিল; এমন সময় সে একটী গান শুনিতে পাইল।
গানটী পার্শ্বকুমারের প্রশংসায় রচিত। প্রভাবতী এই গানটী শুনিয়া পার্শ্বকুমারের গুনে মােহিত হইয়া গেল। সে প্রতিজ্ঞা করিল যে বিবাহ করিলে এই পার্শ্বকুমারের সঙ্গেই বিবাহ করিবে আর কাহারও সহিত নয়। | প্রভাবতী এখন কৈশাের উত্তীর্ণ হইয়া যৌবনে পদার্পণ করিল। সর্বদাই পার্শ্বকুমারের চিন্তায় মগ্ন থাকার ফলে, সে অত্যন্ত কৃশ ও ক্ষীণ হইয়া পড়িল।
| প্রভাবতীর সখীরা তাহার চিন্তার কথা জানিতে পারিল। তাহারা প্রভাবতীকে এই চিন্তা হইতে মুক্ত করিবার জন্য, এই কথা তাহার মাতা পিতাকে জানাইয়া দিল।
তাহারা বলিলেন—পার্শ্বকুমার পুরুষগণের মধ্যে শ্রেষ্ঠ। প্রভাবতী নিজের যােগ্য বরই খুঁজিয়া বাহির করিয়াছে, আমরা তাহার নির্বাচনে অত্যন্ত আনন্দিত হইয়াছি।
মাতাপিতার কথা শুনিয়া প্রভাবতী অত্যন্ত সুখী হইল বটে, কিন্তু পার্শ্বকুমার ছাড়া তাহার আর কিছু ভাল লাগিতেছিল না। দিন রাত্রি এই কথাই চিন্তা করিতে করিতে তাহার শরীর অত্যন্ত কৃশ হইয়া গেল।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com