________________
শ্ৰীপাৰ্শ্বনাথ
যথাসময়ে, বামাদেবীর গর্ভে একটী পুত্র জন্মগ্রহণ করিল। তাহার সৌন্দর্য্যের পারাবার ছিল না । সকলেই ভাবিল যে এই পুত্র অত্যন্ত বিদ্বান, সুন্দর ও সর্ববগুণ বিশিষ্ট হইবে।
তাহার নাম রাখা হইল পার্শ্বকুমার ।
রাজপুত্রের কি জিনিষের অভাব থাকিতে পারে ? পার্শ্বকুমারের সেবায় সর্ববদা শত শত দাস দাসী খাটিত ।
সুখে লালিত পালিত হইয়া পার্শ্বকুমার কৈশোরে পৌঁছিলেন । লোকে বুঝিতে পারিয়াছিল যে তাঁহার শক্তি অতুলনীয়। সমস্ত সংসারে তাঁহার প্রশংসা হইতে লাগিল ৷
এই সময়ে ভারতবর্ষে কুশস্থল নামে আর একটা বড় নগরী ছিল। প্রসেনজিৎ ছিলেন সেখানকার রাজা ৷
প্রসেনজিতের কন্যার নাম ছিল প্রভাবতী। রাজা প্রসেনজিৎ অনেক পরিশ্রমে প্রভাবতীকে রূপে গুণে অতুলনীয় করিয়া গড়িয়া তুলিয়াছিলেন ৷
প্রভাবতী কৈশোরে উপনীত হইল। প্রসেনজিৎ কন্যার যোগ্য পাত্র খুঁজিতে ব্যস্ত হইলেন। অনেক রাজপুত্র, রাজা, প্রভাবতীকে বিবাহ করিতে ইচ্ছুক হইল, কিন্তু প্রসেনজিৎ তাহাদিগকে প্রভাবতীর যোগ্য বলিয়া মনে করিতে পারিলেন না । একদিন প্রভাবতী সখীগণকে সঙ্গে লইয়া উদ্যানে বেড়াইতে ছিলেন ।
প্রসেনজিতের এই উদ্যানটী অপূর্বর শোভাময় ছিল। উদ্যানের
প্রত্যেকটী গাছ ফলের ভারে নত ।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com