________________
শ্ৰীপাৰ্থ মাখ
মৃদুগতি গঙ্গাতীরে কাশী নামে একটা রড নগরী আসছে। প্রাচীনকালে তথায় অশ্বসেন নামক এক নৃপতি পালন করিতেন। অশ্বসেনের প্রধানা মহিষীর নাম ছিল বামাদেবী। অশ্বসেন ও বামাদেবী সুখে রাজ্যসুখ ভোগ করিতেন।
একদিন ঘোর অন্ধকার রাত্রে বামাদেবী নিজ শয্যায় শুইয়া আছেন, এমন সময় একটা কালো সাপ তাঁহার কাছ দিয়া চলিয়া যায়।
একে ঘোর অন্ধকার তার উপর আবার কালো সাপ, অন্ধকারে কালো সাপকে কেউ কি কখন দেখিতে পারে ? কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে বামাদেবী সেই অবস্থাতেও সাপটীকে দেখিয়া ফেলিলেন। সাপটীকে দেখিয়া মোটেই তাঁহার ভয় হইল না ৷ পরদিন তিনি এই কথাটী রাজার কাছে বলিলেন ।
অশ্বসেন উত্তর দিলেন-রাণী, অন্ধকার রাত্রে কালো সাপকে দেখিতে পারা অসম্ভব। তুমি যে দেখিতে পারিয়াছ, ইহা নিশ্চয়ই তোমার পুণ্যময় গর্ভের প্রভাব। আমার মনে হইতেছে যে তোমার গর্ভে, একটী অশেষ-গুণবিশিষ্ট সন্তান জন্মগ্রহণ
করিবে ।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com