________________
পার্শ্বনাথ তাহার শরীরের অবস্থা দেখিয়া প্রসেনজিৎ ও রাণী ভাবিলেন যে, প্রভাবতীকে পার্শ্বকুমারের নিকট পাঠাইয়া দেওয়া উচিৎ।
যে কন্যা নিজেই নিজ পতি খুঁজিয়া বাহির করে তাহাকে স্বয়ম্বরা বলে।
প্রভাবতী অত্যন্ত রূপবতী, বিদুষী ও সর্বগুণ সম্পন্ন ছিলেন। সমস্ত দেশেই তাহার প্রশংসা হইতে লাগিল। এই কারণেই ভারতবর্ষের প্রায় বড় বড় নৃপতিই তাহাকে বিবাহ করিতে উৎসুক ছিলেন।
কলিঙ্গ দেশের রাজা যবন অত্যন্ত প্রবল নৃপতি ছিল। সেও প্রভাবতীকে বিবাহ করিতে অত্যন্ত উৎসুক হইয়া পড়িল।
| ক্রমে ক্রমে সমস্ত দেশেই এই বার্তা প্রচারিত হইয়া গেল যে, প্রভাবতী স্বয়ম্বরা হইয়া পাশ্বকুমারের কাছে যাইতেছেন।
রাজা যবন এই সংবাদ শুনিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইল। সে ভাবিল আমি বাঁচিয়া থাকিতে প্রভাবতীকে পাশ্বকুমার বিবাহ করিবার কে ? আর প্রসেনজিতের এমন সাহস যে, আমার সঙ্গে প্রভাবতীকে বিবাহ না দিয়া, আর এক জনের সঙ্গে দিতে প্রস্তুত ? প্রভাবতীর বিবাহ পাশ্বকুমারের সঙ্গে কি প্রকারে হয়, তাহা আমি দেখিব।
রাজা যবন সেনা সজ্জিত করিয়া কুশস্থল নগরী আক্রমণ করিল, এবং নগরীর চতুর্দিকে এমন ভাবে ব্যুহ রচনা করিল যে, একজন লােকও বাহির না হইতে পারে।
রাজা প্রসেনজিৎ অত্যন্ত চিন্তায় পড়িলেন। তিনি মনে মনে Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com