________________
১৪
শ্রীপাশ্বনাথ
তাহার সহিত আরও অনেকে সাধু হইল। তিনি দেশ পৰ্যটন আরম্ভ করিলেন।
| শ্রীপাশ্বকুমার একদিন ভ্রমণ করিতে কাশী নগরীর উপকণ্ঠে কমঠ তাপসের আশ্রমের নিকট উপস্থিত হইলেন। রাত্রি আগত প্রায়, এই জন্য তিনি সেইখানেই একটী বট বৃক্ষের তলে রাত্রি যাপন করিতে স্থির করিলেন এবং ধ্যান অবলম্বন করিয়া দাঁড়াইয়া রহিলেন।
মেঘমালী, পূর্বের বৈরভাব স্মরণ করিয়া সেই রাত্রে অনেক বার তাহাকে উত্যক্ত করিল। ব্যাঘ্র, সিংহ, সাপ ইত্যাদির রূপ ধরিয়া তাহাকে ভয় দেখাইতে আরম্ভ করিল, কিন্তু তিনি তাহাতে বিচলিত হইলেন না।
| মেঘমালী, তাহার সমস্ত উপায় ব্যর্থ হইতেছে দেখিয়া ভয়ঙ্কর বর্ষা আরম্ভ করিল। আকাশ, কালবৈশাখীর কালাে মেঘে ছাইয়া গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাইতে ও বজ্রপাত হইতে আরম্ভ করিল। মূষলধারে বৃষ্টি আরম্ভ হইল। | গাছগুলি সমূলে উৎপাটিত হইল, পৃথিবী জলমগ্ন হইয়া গেল।
শ্ৰীপার্শ্বকুমারের কটিদেশ পৰ্য্যন্ত জলে ডুবিয়া গেল। একটু পরেই তাহার বক্ষ ও কণ্ঠদেশ জলে নিমগ্ন হইল, তবুও তাহার ধ্যানভঙ্গ হইল না। ক্রমেই তাহার নাসিকা পর্যন্ত জলে ডুবিবার উপক্রম হইল।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com