________________
১০
শ্রীপাশ্বনাথ “যদিও পার্শ্বকুমারের বিবাহের প্রতি কোনরূপ আগ্রহ নাই তথাপি আপনার অনুরােধে আমরা এই বিবাহে স্বীকৃত।” | রাজা অশ্বসেন প্রসেনজিতকে সঙ্গে নিয়া পার্শ্বকুমারের নিকটে গিয়া কহিলেন—“বৎস! প্রভাবতী তােমাকে অত্যন্ত ভালবাসে, তােমার সহিত বিবাহ হইবার জন্য সে অনেক কষ্ট সহ্য করিয়াছে। সত্যই তােমার সহিত বিবাহ দিবার মত ইহা অপেক্ষা যােগ্যতর কন্যা আমি দেখি না। তুমি প্রভাবতীকে বিবাহ করিয়া সুখী হও ইহাই আমার ইচ্ছা।” | পার্শ্বকুমার বলিলেন—“পিতা, বিবাহ করা আমি পছন্দ করি না।” তাঁহার এই উত্তর শুনিয়া অশ্বসেন তাঁহাকে অনেক প্রকারে বুঝাইলেন এবং এই বিবাহে বিশেষ আগ্রহ প্রকাশ করিলেন। অবশেষে পিতার আগ্রহ দেখিয়া পার্শ্বকুমার বিবাহে স্বীকৃত হইলেন। | প্রভাবতী আনন্দে মাতিয়া উঠিল। তাহার সুখের অন্ত রহিল না। | একদিন পার্শ্বকুমার, নিজ প্রাসাদের গবাক্ষ হইতে কাশীর শােভা উপভােগ করিতেছিলেন, এমন সময় দেখিলেন যে লােকেরা ভিড় করিয়া হাতে ফুল ও নানাবিধ পূজোপচার লইয়া নগরীর বাহিরে যাইতেছে।
| পার্শ্বকুমার ভৃত্যকে জিজ্ঞাসা করিলেন--“আজ কি কোনও পর্বেবাৎসব যে, ইহারা এত ব্যস্ত হইয়া নগরের বাহিরে যাইতেছে ?”
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com