________________
শ্রীপার্শ্বনাথ। ভৃত্য উত্তর করিল—“কমঠ নামীয় একটী তাপস নগরীর বাহিরে আসিয়াছে। সে তাহার চারিদিকে অগ্নি প্রজ্বলিত রাখে, এবং মাথায় সূর্যের তাপ সহ্য করে। অর্থাৎ সে পঞ্চাগ্নি সাধন করে। তাহারই পূজা করিতে লােকে নগরের বাহিরে যাইতেছে।”
পাকুমারের এই তাপসটীকে দেখিবার ইচ্ছা হইল। তিনি ভৃত্য সহ তাপসের কাছে আসিলেন। তাপস তাহার চারিদিকে আগুন জ্বালাইয়া রৌদ্র সেবন করিতেছিল।
চতুর পার্শ্বকুমার দেখিতে পাইলেন যে একটা বড় সাপ কাষ্ঠপের ভিতরে পুড়িতেছে। তাঁহার হৃদয় করুণায় আপ্লুত হইল। তিনি বলিলেন— | “কি মূখত! কেবল শরীরকে কষ্ট দিলে ধৰ্ম্ম হয় না। পশুর মত শীত গ্রীষ্ম সহ্য করিয়া কি লাভ ? অহিংসা ছাড়া তপ ইত্যাদি ধর্মের অঙ্গ কোনও কাজের নয়। অহিংসাই সব চেয়ে মহৎ ও পবিত্র ধর্ম।”
ইহা শুনিয়া কমঠ উত্তর করিল—“রাজপুত্র, ধৰ্ম্মের কোন কিছুই তুমি জান না। তুমি সুখ ও ঐশ্বর্যে লালিত পালিত, এসব বুঝিবে না। আমরা তাপস, ধৰ্ম্ম কিসে হয়, ভাল করেই জানি।”
পার্শ্বকুমার কমঠের উত্তর শুনিয়া মনে মনে ভাবিলেন“মানুষ অভিমানেই ভুলিয়া থাকে। দয়া অহিংসা করুণা ইত্যাদির কোন ধারই এই তাপস ধারে না, অথচ মনে করে সে নিজে
একজন উচ্চস্তরের ধার্মিক।” Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com