________________
শ্রীপার্শ্বনাথ নহে। সুতরাং অনর্থক রক্তপাত করিয়া কি লাভ? আমার মতে পার্শ্বকুমারের কথা মানিয়া লওয়া উচিৎ।”
যবন রাজা এই পরামর্শ টী যুক্তিসঙ্গত দেখিয়া বৃদ্ধ মন্ত্রীর কথা মানিয়া লইল।
| সে পার্শ্বকুমারের শিবিরে আসিয়া যুক্ত করে কহিল—“হে পার্শ্বকুমার ! আমার অপরাধ ক্ষমা করুন।” | পার্শ্বকুমার উত্তর দিলেন—“হে রাজা, তােমার কল্যাণ হউক, আমাকে ভয় করিও না। রাজ্যে গিয়া সুখে রাজ্যশাসন কর কিন্তু ভবিষ্যতে এরূপ করিও না।”
কুশস্থলের চারিধার হইতে সেনা সরাইয়া রাজা কলিঙ্গে ফিরিয়া গেল। প্রসেনজিৎ ইহাতে অত্যন্ত প্রসন্ন হইলেন। তাঁহার ইহাতে দুইটী লাভ হইল। এক এই যে শত্রুভয় দূর হইল অথচ ইত্যবসরে পার্শ্বকুমারের সহিত দেখা হইয়া গেল।
তিনি প্রভাবতীকে সঙ্গে নিয়া পার্শ্বকুমারের শিবিরে আসিয়া বলিলেন—“যবন রাজার হাত হইতে আমাদিগকে উদ্ধার করিয়া আপনি আমাদের অশেষ উপকার সাধন করিয়াছেন। এখন প্রভাবতীকে বিবাহ করিয়া আমাদিগকে কৃতার্থ করুন। প্রভাবতী আপনাকে ভাল বাসিয়াছে, এবং আপনারই চিন্তাতে অহরহ
মগ্ন।”
ইহা শুনিয়া পার্শ্বকুমার উত্তর দিলেন—“রাজ, আমি তােমাকে শত্রুর হাত হইতে রক্ষা করিতে আসিয়াছি, বিবাহ
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com