________________
( ০৩ ) বাড়ীতে একটি মাত্র লােক। সে আহারাদি করিয়া শুইয়া ছিল। সবে মাত্র তাহার তন্দ্রা আসিয়াছে এমন সময় দেয়ালে সিংদের শব্দ শুনিয়া। জাগিয়া দিয়াশলাই হাতে বিছানার উপর বসিয়া, ঘুমাইবার ভাণ করিয়া নাক ডাকাইতে লাগিল এবং কখন চার ঘরে ঢুকিবে, কি উপায়ে তাহাকে রীতিমত শাস্তি দিতে পারিবে তাহার উপায় চিন্তা করিতে লাগিল।
ધરમાં એકમાત્ર માણસ, તે ભોજન કરી (જમી) સુતો હતો. સુતાં જ તેને ઉંધ આવી છે, એ ભીંતમાં છીંડાનો અવાજ સાંભળી જાગી દીવાસળાઈહાથે ( હાથમાં બાકસ લઈ) પથારી ઉપર બેસી ઉંધવાનો ડોળ કરી નાક બોલાવા લાગે, તથા કયારે ચોર ઘરમાં પ્રવેશ કરશે, ક્યા ઉપાયે તેને દંડ દઈ શકાશે, તેને ઉપાય ચિંતવવા લાગ્યો.
সিংদ কাটা শেষ হইবার পর চোর সেই গর্তের ভিতর দিয়া ঘরে প্রবিষ্ট হইল ও খানিকক্ষণ দাড়াইয়া ধরের লােক ঘূমাইতেছে বুঝিয়া চুরী করিবার জন্য ঘরের ভিতর দুই এক পা অগ্রসর হইল।
છીંડું પાડી રહ્યા પછી ચેર તે ખાડાની અંદર થઈ ઘરમાં પેઠે અને થોડીવાર ઉભા રહી પરના માણસો ઉંઘે છે જાણી ચોરી કરવા માટે ઘરની અંદર બે એક પગલાં આગળ વધ્યા.
অন্ধকার ঘর-কোথায় কি আছে চোর তাহার কিছুই জানে না। এক টু গিয়া হাত বাড়াই মাত্র একটা বেতের পেটরায় তাহার হাত ঠেকিল সে খুব খুসী হইল। পেটরাটিতে তালা লাগান ছিল না সুতরাং নিমেষের মধ্যে সে উহার ডালা খুলিয়া ফেলিলেন।
અંધાર ધર–કયાં શું છે, ચાર તેમનું કાંઈ પણ જાણતો નથી, છેડેક જઈ હાથ લંબાવતાંજ એક નેતરના પટારામાં તેને હાથ અટકાણ (ભડકાણે) તે ખુબ ખુસી થયો. પટારા [કરંડીયા]માતાળું લગાવેલ હતું નહિં એથી ક્ષણ માત્રમાં તેણે તેનું ડાલું (ઢાંકણુ) ખોલી નાખ્યું.
কিন্তু অকস্মাৎ সর্বনাশ। যেমন সে ডালা খুলিয়াছে অমনি পেঁটরার ভিতর হইতে দুইটা সাপ ফাস করিয়া বাহির হইয়া তাঁহার হাত দুইটা
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat